কৃষকের পণ্য পরিবহনে কাল থেকে বিশেষ ট্রেন

পুন্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ৩০ এপ্রিল ২০২০ ১৪:২১ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৮৮ বার।

মহামারী করোনাভাইরাসের প্রাদুর্ভাব মোকাবেলায় সারাদেশে সাধারণ ছুটির পাশাপাশি গণপরিবহন বন্ধ ঘোষণা করেছে সরকার।

এ কারণে কৃষকের উৎপাদিত পণ্যসামগ্রী, শাক-সবজি ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি পরিবহন বাধাগ্রস্ত হচ্ছে। এগুলো পরিবহনের জন্য বাংলাদেশ রেলওয়ে শুক্রবার থেকে ৩ জোড়া বিশেষ পার্সেল ট্রেন চালু করবে।

বৃহস্পতিবার বাংলাদেশ রেলপথ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মো. শরিফুল আলম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। খবর যুগান্তর অনলাইন 

তিনি বলেন, অভ্যন্তরীণ রুটে তিন জোড়া বিশেষ পার্সেল ট্রেন পরিচালনার সিদ্ধান্ত নেয়া হয়েছে। সেই লক্ষে শুক্রবার থেকে চট্টগ্রাম-ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-দেওয়ানগঞ্জ-ঢাকা এবং যশোর-ঢাকা-যশোর রুটে তিন জোড়া বিশেষ পার্সেল এক্সপ্রেস ট্রেন চলবে।

এর মধ্যে ঢাকা-চট্টগ্রাম-ঢাকা এবং ঢাকা-জামালপুর-ঢাকা রুটে সপ্তাহে ৭ দিন এই ট্রেন চলাচল করবে। য‌শোর-ঢাকা-য‌শোর রু‌টে সপ্তাহে দুই দিন চলাচল করবে।

প্রসঙ্গত, করোনাভাইরাসের সংক্রমণ মোকাবেলায় সামাজিক দূরত্ব নিশ্চিত করতে গত ২৫ মার্চ সন্ধ্যা থেকে অভ্যন্তরীণ রুটে যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ রয়েছে। তবে মালবাহী ট্রেন চলাচল অব্যাহত ছিল।