করোনার ভ্যাকসিন প্রায় তৈরি, দাবি চীনা প্রতিষ্ঠানের

পুন্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ৩০ এপ্রিল ২০২০ ১৫:০৪ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৬২ বার।

করোনাভাইরাসের ভ্যাকসিনের খোঁজে তোলপাড় চলছে গোটা বিশ্বে। অন্তত ৮০টি জায়গায় স্বতন্ত্র গবেষণা চলছে। অনেকেই দাবি করছেন, তারা প্রায় সেরে ফেলেছেন গবেষণা।

এদের সবার থেকে এগিয়ে চীনা প্রতিষ্ঠান সিনোভাক। তারা বলছে, এখন শুধু গণ উৎপাদনের ছাড়পত্রের অপেক্ষা। তাদের গবেষণাগারে তৈরি ভ্যাকসিনই করোনা ঠেকাতে সাহায্য করবে।

এই মুহূর্তে বিশ্বে করোনায় মৃতের সংখ্যা ২ লাখ ২০ হাজার ছাড়িয়েছে। তাই আর দেরি না করে গণহারে উৎপাদন করতে চায় এই চীনা প্রতিষ্ঠান। খবর নিউজ এইটিন।

সিনোভাকের দাবি, বানরের শরীরে অভুতপূর্ব সাফল্য মিলেছে এই ভ্যাকসিনের। তবে গণহারে উৎপাদন করার জন্যে এখনও অনেকগুলি ধাপ পেরোনো বাকি তাদের। 

আক্রান্তের সংখ্যা প্রায় নেই বলে রোগীর শরীরে ভ্যাকসিন পরীক্ষা করতে সমস্যায় পড়ছে সিনোভাক। তাদের ভাষ্য, আপাতত ৪টি ট্রায়াল হয়েছ তাদের 'কোরোনাভ্যাক' নামক ভ্যাকসিনের।

এর আগে সোয়াইন ফ্লু-এর ভ্যাকসিনও গণ হারে উৎপাদন করেছিল সিনোভাক।