নিলামে বিক্রি হলো পঞ্চম বৃহত্তম চাঁদের পাথর

পুন্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ৩০ এপ্রিল ২০২০ ১৫:১২ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৩৬ বার।

লন্ডনে ক্রিস্টির নিলাম ঘরে বিক্রি হলো এক টুকরো চাঁদ, মানে চাঁদের পাথর। পৃথিবীতে দুর্লভ এই চাঁদের পাথরটির দাম উঠেছে ৩৫ লাখ ডলার। বৃহস্পতিবার পৃথিবীতে থাকা চাঁদের এই পঞ্চম বৃহত্তম টুকরাটি বিক্রি হয়ে যায। খবর রয়টার্সের
পৃথিবীতে চাঁদের পাথর অত্যন্ত দুর্লভ। চাঁদের বুক থেকে খসে পড়া হাজারটি পাথরের মধ্যে হয়তো একটি পৃথিবীতে এসে পড়ে। মহাকাশ চর্চায় আগ্রহী যে কেউ চাঁদের পাথরের প্রতি বিশেষ ভাবে আকর্ষিত হতে পারেন।
পাথরটি সম্ভবত কোনও উল্কা বা ধূমকেতুর আঘাতে চাঁদের বুক থেকে খসে পড়ে পৃথিবীতে এসে পড়ে। সাহারা মরুভূমি থেকে এই পাথরটি উদ্ধার হয়। পাথরটির নাম এনডব্লিউএ ১২৬৯১। পাথরটির ওজন সাড়ে ১৩ কেজি। পৃথিবীতে এখন মোট ৬৫০ কেজি ওজনের চাঁদের পাথর পাওয়া গেছে।
ক্রিস্টির সায়েন্স অ্যান্ড ন্যাচরাল হিস্টোরি বিভাগের প্রধান জেমস হিসলপ বলেন, এই পৃথিবীর বাইরের কোনও বস্তু হাতে ধরার মধ্যে একটা অদ্ভুত অনুভূতি রয়েছে।