পৃথিবীর পাশ দিয়ে বেরিয়ে গেল মাস্কের মতো গ্রহাণুটি!

পুন্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ৩০ এপ্রিল ২০২০ ১৭:২৩ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৭৯ বার।

পৃথিবীর পাশ দিয়ে বেরিয়ে যাওয়া ‘১৯৯৮ ওআর২’ গ্রহাণুটি দেখতে মাস্কের মতো বলে জানিয়েছেন বিজ্ঞানীরা। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার ছবিতেও এর প্রমাণ পাওয়া গেছে।

নাসার দেওয়া ‘সম্ভাব্য বিপজ্জনক’ তকমা পাওয়া এই গ্রহাণুটি বুধবার পৃথিবী থেকে ৩৯ লাখ মাইল দূর থেকে চলে গেছে।

আনুমানিক এক মাইল থেকে আড়াই মাইল চওড়া এই গ্রহাণুর ওপর নজর রেখেছিল পুয়ের্তো রিকোর আরেসিবো অবজারভেটরি। ১৯৯৮ সালে প্রথমবার এই গ্রহাণুর সন্ধান পায় নাসা।

মহাকাশবিজ্ঞানীদের দাবি, এই গ্রহাণুর একটা প্রবণতা ছিল পৃথিবীর খুব কাছে চলে আসার। এমনকি, ভবিষ্যতে সূর্যের প্রদক্ষিণ করে ফেরার সময়ও তা পৃথিবীর কাছ চলে আসতে পারে বলে আশঙ্কা।

নাসার হিসাব অনুযায়ী, ২০৭৯ সালে ফিরে আসবে এই গ্রহাণু। সেবার পৃথিবী থেকে এর দূরত্ব এবারের তুলনায় ৩.৫ গুণ কম হবে।

নভেল করোনাভাইরাস থেকে বাঁচতে সারা বিশ্ব যখন মাস্কের উপর নির্ভর করছে, তখন তার মতোই দেখতে একটি গ্রহাণু বেশ আলোচনার জন্ম দিয়েছে। কিন্তু এর ব্যাখ্যা কী?

বিজ্ঞানীরা বলছেন, গ্রহাণুর ওপর যে ধূলিকণা থাকে, প্রবল গতির ফলে তা চারদিকে এমনভাবে উড়তে থাকে যে টেলিস্কোপে দেখলে মনে হয় যেন কেউ মাস্ক পরে রয়েছে।