টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ১১ ডিসেম্বর ২০১৮ ০৭:১৪ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ২২০ বার।

টস জিতলে ব্যাট এটা যেন অবধারিত ছিল। প্রথম ম্যাচে টস জিতে ব্যাট নেয় ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু সিরিজে ঘুরে দাঁড়ানোর ম্যাচে টস জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নিয়েছে সফরকারীরা। 

মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বাংলাদেশের সামনে এক ম্যাচ হাতে রেখে সিরিজ নিশ্চিত করার সুযোগ। অন্যদিকে ঘুরে দাঁড়ানোর ম্যাচে এক পরিবর্তন নিয়ে নামছে রোভম্যান পাওয়েলের দল। ওপেনার কিয়েরণ পাওয়েলকে বসিয়ে রেখেছে তারা। দলে নিয়েছে চন্দ্রপল হ্যামরাজকে। শিশিরের কারণে পরে ব্যাট করলে বল সহজে ব্যাটে আসবে বলে মনে করেন উইন্ডিজ অধিনায়ক

বাংলাদেশ এ ম্যাচে কোন পরিবর্তন না নিয়েই মাঠে নামছে। দলে আছেন তিন পেসার। এছাড়া চার ওপেনার তামিম, লিটন, ইমরুল ও সৌম্য সরকার আছেন একাদশে। এর আগের ম্যাচে বাংলাদেশ দল অধিনায়ক মাশরাফির ২০০তম ওয়ানডে জিতে স্মরণীয় করেছে। এবার তাদের সামনে আরেক উপলক্ষ্য। মাশরাফি, তামিম, সাকিব, মুশফিক ও মাহমুদুল্লাহর বাংলাদেশ দলের হয়ে একত্রে খেলা শততম ম্যাচ এটি।  

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, লিটন দাস, ইমরুল কায়েস, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, সৌম্য সরকার, মাহমুদুল্লাহ, মাশরাফি মর্তুজা, মেহেদি মিরাজ, রুবেল হোসেন, মুস্তাফিজুর রহমান।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ: চন্দ্রপল হ্যামরাজ, শাই হোপ, ড্রারেন ব্রাভো, মারলস স্যামুয়েলস, শিমরন হেটমায়ার,  রোভম্যান পাওয়েল, রোস্টন চেজ, কেমো পল, দেবেন্দ্র বিশু, কেমার রোচ, ওসানে থমাস।