টিএমএসএস ও হারভেস্ট প্লাসের উদ্যোগে জিংক ধান ব্রি-৭৪ বীজ বিতরণ

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ১১ ডিসেম্বর ২০১৮ ১২:৫৬ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৩৫১ বার।

টিএমএসএস ও হারভেস্ট প্লাসের উদ্যোগে  বিনামূল্যে কৃষকদের মাঝে জিংক সমৃদ্ধ ব্রি ধান ৭৪ বীজ বিতরণ করা হয়। সোমবার বগুড়ার শিবগঞ্জ উপজেলার শোলাগাড়ীতে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন এবং বীজ বিতরণ করেন  প্রধান অতিথি কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বগুড়ার উপ-পরিচালক নিখিল চন্দ্র বিশ্বাস। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, 'ডিজিটাল বাংলাদেশ গড়তে হলে মেধাবী জাতি দরকার। আর দেশের ভবিষ্যত প্রজন্মকে মেধাবী হিসেবে গড়ে তুলতে হলে পুষ্টিযুক্ত খাবার খেতে হবে। দেশকে পুষ্টিতে স্বয়ং সম্পূর্ণ করতেই গবেষণার মাধ্যমে বাংলাদেশ ধান গবেষণা ইন্সটিটিউট(ব্রি) এই ধান আবিষ্কার করেছে। জিংকের অভাবে শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। শারিরীক বৃদ্ধি বাঁধা গ্রস্থ হয়। জিংক মানুষের শরীরের জন্য অতিব জরুরী একটি খনিজ উপাদান। এই ধানের ভাত খেলে মানুষের শরীরের জিংকের অভাব অনেকাংশে পূরণ হয়।'

টিএমএসএস প্রোগ্রাম সেক্টরের প্রধান পরিচালক মোঃ জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বগুড়ার জেলা প্রশিক্ষণ কর্মকর্তা মোঃ শামছুল ওয়াদুদ,শিবগঞ্জ উপজেলা কৃষি অফিসার মাসুদ আহম্মেদ,হারভেস্ট প্লাস প্রতিনিধি মোঃ জাকিউল হাসান প্রমূখ। অনুষ্ঠান পরিচালনা করেন টিএমএসএস এর জোনাল ম্যানেজার মোঃ মাহবুবুর রহমান মিঠু।


বগুড়া ও জয়পুরহাট জেলায় বিনামূল্যে ৭৫০০ জন কৃষকের মাঝে জিংক সমৃদ্ধ ব্রি ধান৭৪ এর বীজ বিতরণ করা হয়। প্রশিক্ষণের মাধ্যমে এই ধান চাষে তাদের উৎসাহিত করা হয়। এই ধানের ফলন হয় বিঘা প্রতি ২৭ থেকে ৩০ মণ। জিংক সমৃদ্ধ ধানে পুষ্টিগুণ বেশী ও ফলন বেশী হওয়ায় এই ধান উৎপাদনে কৃষকেরা আগ্রহী হয়ে উঠেছে।