বগুড়ায় বিশ্ব তামাক মুক্ত দিবস পালিত

প্রকাশ: ৩১ মে ২০১৮ ১৫:৩০ ।
প্রতিবেশী জেলা
পঠিত হয়েছে ৫৯১ বার।

পথ নাটিকা, পথসভা ও মানবব্ধন কর্মসূচীর মধ্য দিয়ে বৃহস্পতিবার বগুড়ায় বিশ্ব তামাক মুক্ত দিবস পালন করা হয়। ধূমপান বিরোধী সামাজিক সংগঠন ‘অ্যান্টি স্মোকিং অর্গানাইজেশনের (এএসও) উদ্যোগে সকালে শহরের সাতমাথায় অনুষ্ঠিত এসব কর্সূচীতে বিপুল সংখ্যক মানুষ অংশগ্রহণ করে। 

সভায় বক্তারা বলেন, ধূমপান হলো মাদকের প্রবেশদ্বার। যার দ্বারা সব থেকে বেশী প্রবাভিত হয় আমাদের তরুণ সমাজ। আর সেজন্য এর বিরুদ্ধে গণজাগরণ তৈরী হওয়া প্রয়োজন তরুণদের হাত ধরেই। এএসও সে কাজটিই করে যাচ্ছে তৃণমূল পর্যায়ে। চলমান মাদক বিরোধী অভিযানের প্রশংসা করে  বক্তারা তামাকজাত দ্রব্যের ক্ষতিকর দিকগুলো সম্পর্ক সকলকে সজাগ থাকার আহবান জানান। বগুড়া পৌর এডওয়ার্ড পার্ক, খোকন পার্ক, বিভিন্ন শিক্ষার্থী ছাউনি সহ জনসমাগম সম্পূর্ণ স্থানে প্রকাশ্যে ধূমপান থেকে সকলকে বিরত থাকার আহবান জানিয়ে বক্তারা বলেন, ওইসব স্থানে ধূমপানের কারণে পরোক্ষ শিকার হচ্ছে শিশু থেকে শুরু করে সকলেই। বাংলাদেশের ৯৫ ভাগ শিশুই পরোক্ষ ধূমপানের শিকার। 

সভায় প্রধান অতিথি ছিলেন এএসও জাতীয় পরিচালনা পর্ষদের উপেদষ্টা ও বগুড়া সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সামির হোসেন মিশু, ডেপুটি সিভিল সার্জন ডা. আব্দুল ওয়াদুদ, এএসও বগুড়া শাখার উপদেষ্টা প্রভাষক আব্দুল মোত্তালিব ও চিত্রশিল্পী আবু লায়েছ নিক্সন। সভাপতিত্ব করেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও পরিচালক সাজিদ হাসান শান্ত। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের বগুড়া শাখার সাংগঠনিক সম্পাদক সাজিয়া তায়্যিবা। পরে ‘আমি শিশু-আমি তো অনুকরণ করবই’ নামে একটি পথ নাটিকা প্রদর্শন করা হয়।