মোনেম মুন্নার জার্সির নিলাম শনিবার

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ০৫ মে ২০২০ ১৫:৫৫ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৩৭ বার।

করোনাকালে অসহায়দের জন্য অর্থ সংগ্রহে প্রয়াত ফুটবলার মোনেম মুন্নার জার্সি নিলামে তোলার কথা জানিয়েছিল তার পরিবার। কবে, কীভাবে নিলাম হবে চূড়ান্ত হয়েছে সেটিও। ক্রিকেটার সাকিব আল হাসানের ব্যাটের নিলাম হয়েছে যে মাধ্যমে, সেই অকশন ফর অ্যাকশন ফেইসবুক পেজ থেকেই শনিবার নিলাম হবে মুন্নার জার্সির।

জানা গেছে, ওই দিন রাত ১০টায় নিলামে তোলা হবে দেশের ফুটবল ইতিহাসের অন্যতম সেরা তারকার একটি জার্সি। একই সঙ্গে নিলাম হবে সাবেক ফিফা রেফারি তৈয়ব হাসানের জার্সিরও।

কিংবদন্তি মুন্নার অধিনায়কত্বে ১৯৯৫ সালে প্রথম কোনো আন্তর্জাতিক শিরোপা জয় করে বাংলাদেশ। মিয়ানমারে অনুষ্ঠিত চার জাতির আসরটিতে মুন্না যে জার্সি পড়ে খেলেছিলেন, সেই স্মৃতিময় জার্সিই নিলামে তুলার কথা জানিয়েছিলেন তার স্ত্রী সুরভী মোনেম।

তবে সেই জার্সিটি খুঁজে না পাওয়ায় আরেকটি ঐতিহাসিক জার্সি নিলামে তোলা হচ্ছে। ১৯৮৯ সালে প্রেসিডেন্ট গোল্ডকাপে শিরোপাজয়ী বাংলাদেশ লাল দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন মুন্না। খেলেছিলেন ‘দুই’ নম্বর জার্সি পড়ে। সেই জার্সিটিই নিলামে তোলা হবে।

অন্যদিকে রেফারি তৈয়ব হাসান নিলামে তুলতে যাচ্ছেন ২০১৩ সাফের ফাইনালে যে জার্সি পড়ে ম্যাচ পরিচালনা করেছিলেন সেটি। তৈয়ব হাসান দক্ষিণ এশিয়ার একমাত্র রেফারি যিনি সাফের ফাইনাল পরিচালনা করেছেন।