স্মিথের বিপিএল খেলা নিয়ে প্রশ্ন

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ১১ ডিসেম্বর ২০১৮ ১৪:১৪ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৭৪ বার।

বিপিএলের আগামী আসরে বড় বড় কিছু নাম যোগ হয়েছে। গেইল-নারইনরা তো আছেনই। প্রথমবারের মতো বিপিএলে নাম লিখিয়েছেন ডেভিড ওয়ার্নার, এবি ডি ভিলিয়ার্স, স্টিভেন স্মিথরা। কিন্তু এবার অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক স্মিথের খেলা নিয়ে অনিশ্চিয়তা তৈরি হয়েছে। বিপিএলে অংশগ্রহণকারী কিছু দল তার ব্যাপারে খুঁতখুঁতানি প্রকাশ করেছে।

বিপিএলের আগামী আসরের প্লেয়ার ড্রাফটে নাম ছিল না স্মিথের। নাম না থাকা কোন ক্রিকেটারকে দলে নেওয়া যাবে না বলে বিপিএলের বিধিতে বলা আছে। কিন্তু ড্রাফটের বাইরে থেকে তাকে দলে ভেড়ায় ফ্রাঞ্চাইজিভিত্তিক দল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। তাদের দলে থাকা লংকান অলরাউন্ডার আসলে গুনারত্নের বদলে স্মিথকে দলে নেয় কুমিল্লা।

কিন্তু ড্রাফটের বাইরের খেলোয়াড় হওয়ায় অন্য দলগুলো এ নিয়ে অভিযোগ করেছে। প্রথমে রংপুর রাইডার্স বিষয়টি নিয়ে খুঁতখুঁতানি প্রকাশ করে। পরে অন্য দলগুলো এ নিয়ে অভিযোগ করে। তাই বিষয়টি নিয়ে সিদ্ধান্তর জন্য বিসিবি'র কাছে হস্তান্তর করা হয়েছে।

বিপিএলের টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান জালাল ইউসুফ মঙ্গলবার বলেন, 'আমরা বিষয়টি নিয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য এটি বিসিবি' কাছে হস্তান্তর করেছি। বিভিন্ন দল বিষয়টি নিয়ে অভিযোগ করায় এটার সমাধান দেওয়া আমাদের জন্য কঠিন হয়ে গেছে। আর তাই আমরা বিসিবি'কে বিষয়টি দেখার জন্য বলেছি। আগামী বোর্ড মিটিংয়ে এ নিয়ে আলাপ হবে। অথবা বিষয়টি নিয়ে কুমিল্লাকে সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হবে।'

অস্ট্রেলিয়ান এই তারকা ব্যাটসম্যানের বিপিএলের মাঝখানে এসে যোগ দেওয়ার কথা ছিল। কুমিল্লা দলে থাকা শোয়েব মালিক দলের সঙ্গে দক্ষিণ আফ্রিকা সফরে যোগ দিতে চলে যাবেন। সে সময় আসার কথা ছিল স্মিথের। বর্তমানে স্মিথ বল টেম্পারিংয়ের দায়ে এক বছরের নিষেধাজ্ঞায় আছেন। আগামী বছরের মার্চে তার নিষেধাজ্ঞা শেষ হওয়ার কথা।