ফেসবুককে ৯৪ কোটি টাকা জরিমানা করেছে ইতালি

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ১২ ডিসেম্বর ২০১৮ ০৪:৫৩ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১০২ বার।

ব্যবহারকারীরা কীভাবে তথ্য-উপাত্ত ব্যবহার করবে, সে সম্পর্কে তাদের বিভ্রান্তিতে ফেলে সেই তথ্য বিক্রি করার অভিযোগে জায়ান্ট সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুককে প্রায় ৯ মিলিয়ন পাউন্ড জরিমানা করেছে ইতালি। খবর দি ইনডিপেনডেন্টের।

ইতালি কর্তৃপক্ষ সোশ্যাল মিডিয়ার এই জায়ান্টকে দুটি অভিযোগের পরিপ্রেক্ষিতে মোট ৮ দশমিক ৯ মিলিয়ন পাউন্ড (প্রায় ৯৪ কোটি টাকা) জরিমানা করে। ফেসবুকের বিরুদ্ধে তাদের প্রথম অভিযোগ, তারা বিভ্রান্ত করার মাধ্যমে ব্যবহারকারীদের কোনো রকম তথ্য না দিয়ে, কিছু না জানিয়ে পরবর্তী সময়ে সাইনআপ করায়। আর এর মাধ্যমে ব্যবহারকারীদের তথ্য তৃতীয় পক্ষের কাছে বিক্রি করে।

জরিমানা করার দ্বিতীয় অভিযোগটি হলো, তারা খুব আক্রমণাত্মকভাবে ব্যবহারকারীদের নিরুৎসাহিত করে বলে, কীভাবে কোম্পানি তাদের ব্যক্তিগত তথ্য শেয়ার করবে। তারা ব্যবহারকারীদের এটাও বলে, কোনো ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য শেয়ার করার ক্ষেত্রে তাদের উল্লেখযোগ্য সীমাবদ্ধতা রয়েছে।