মোনেম মুন্নার জার্সির ভিত্তিমূল্য ২ লাখ টাকা

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ০৭ মে ২০২০ ১৪:২৫ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১১৬ বার।

দেশের ইতিহাসের অন্যতম সেরা ফুটবলার মোনেম মুন্নার ব্যবহৃত একটি জার্সি নিলামে উঠছে শনিবার।

‘অকশন ফর অ্যাকশন’ ফেইসবুক পেজের মাধ্যমে হবে এই নিলাম। বিডিং শেষ হবে ওই দিন রাত ১১টায়। প্রয়াত এই ফুটবলারের জার্সির ভিত্তি মূল্য ধরা হয়েছে ২ লাখ টাকা।

১৯৮৯ সালে প্রেসিডেন্ট গোল্ডকাপে বাংলাদেশ লাল দলের হয়ে খেলেছিলেন মুন্না। শিরোপাজয়ী দলটিতে মুন্নার জার্সি নম্বর ছিল- ‘দুই’। ঐতিহাসিক সেই জার্সিটিই নিলামে তোলা হবে।

১৯৯৫ সালে কিংবদন্তি মুন্নার অধিনায়কত্বে বাংলাদেশ প্রথম কোনো আন্তর্জাতিক আসরে শিরোপা জয় করে। প্রথমে জানা গিয়েছিল মিয়ানমারে অনুষ্ঠিত সেই চার জাতির আসরটিতে মুন্না যে জার্সি পড়ে খেলেছিলেন, সেই স্মৃতিময় জার্সিটি নিলামে তোলা হবে।

কিন্তু সেটি খুঁজে না পাওয়ায় প্রেসিডেন্ট গোল্ডকাপের জার্সিটি নিলামে তোলা হচ্ছে।