সুবীর নন্দী চলে যাওয়ার এক বছর

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ০৭ মে ২০২০ ১৬:২৩ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৯৭ বার।

একুশে পদকপ্রাপ্ত বাংলা গানের কিংবদন্তি সংগীতশিল্পী সুবীর নন্দী গত বছর আজকের দিনে (৭ মে)  সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। সময় টিভি অনলাইন
এরপর গেল বছরের ৮ মে ঢাকায় আসে তার মরদেহ। এরপর ঢাকেশ্বরী মন্দির, শহীদ মিনার, এফডিসি ও চ্যানেল আইতে শ্রদ্ধা নিবেদন শেষে শেষকৃত্য সম্পন্ন হয়।
গতবছরে সিলেট থেকে ফেরার সময় অসুস্থ হয়ে পড়েন সুবীর নন্দী। এরপর ১৪ এপ্রিল থেকে ৩০ এপ্রিল পর্যন্ত সংকটাপন্ন অবস্থায় ঢাকার সিএমএইচে চিকিৎসাধীন ছিলেন। সেখানে ১৮ দিন চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহায়তায় সুবীর নন্দীকে ৩০ এপ্রিল সকালে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুর নেয়া হয়। সেদিন বিকেলেই সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে বরেণ্য এই শিল্পীর চিকিৎসা শুরু হয়।
৪০ বছরের ক্যারিয়ারে আড়াই হাজারেরও বেশি গান গেয়েছেন বরেণ্য এই সংগীতশিল্পী। বেতার থেকে টেলিভিশন, তারপর চলচ্চিত্রেও উপহার দিয়েছেন অসংখ্য জনপ্রিয় গান।
১৯৮১ সালে তার প্রথম একক অ্যালবাম ‘সুবীর নন্দীর গান’ বাজারে আসে ডিসকো রেকর্ডিংয়ের ব্যানারে। সুবীর নন্দী প্রথম গান করেন ১৯৭৬ সালে আবদুস সামাদ পরিচালিত ‘সূর্যগ্রহণ’ চলচ্চিত্রে। 
সুবীর নন্দী চলচ্চিত্রে প্লেব্যাক করে পাঁচবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছেন। সংগীতে অবদানের জন্য বাংলাদেশ সরকার দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা একুশে পদকে ভূষিত করেন তাকে।