কাঁধে ত্রাণের বস্তা নিয়ে অসহায় মানুষের পাশে আফ্রিদি

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ০৯ মে ২০২০ ১৮:২৫ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৪৭ বার।

করোনাভাইরাসের এই সংকটমুহূর্তে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার শহীদ আফ্রিদি। ‘বুম বুম আফ্রিদি’র ত্রাণ দেয়ার বিষয়টি নিশ্চিত করেছেন পাকিস্তানের সাংবাদিক সাজ সাদিক।

সাজ সাদিক নিজের অফিসিয়াল টুইটারে একটি ভিডিও পোস্ট করেন। সেই ভিডিওতে দেখা যায় নিজের কাঁধে বস্তা টেনে অসহায় মানুষদের ত্রাণ দিচ্ছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি।

টুইটার ভিডিওর ক্যাপশনে সাজ সাদিক লিখেছেন, কিংবদন্তি বক্সার মোহাম্মদ আলী বলেছিলেন, ‘এই পৃথিবীতে অন্যকে সেবা দিয়ে নিজের থাকার ভাড়া মেটাতে হয়।’ মানবতার জন্য কাজ করে যাওয়া আফ্রিদির কাজের ভিডিও।

শহীদ আফ্রিদি পাকিস্তানের বেলুচিস্তানের প্রত্যন্ত অঞ্চল লাসবেলার অত্যন্ত দুর্গম ও পাথরের ওপর দিয়ে কাঁধে খাবারের বস্তা নিয়ে অসহায় মানুষদের ত্রাণ দিয়েছেন।