ম্যাচ ফিক্সিংয়ে ৬ বছরের নিষেধাজ্ঞায় শফিকউল্লাহ শফিক

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ১০ মে ২০২০ ১৭:৩৮ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৩৩ বার।

বিপিএল ও এপিএল খেলার সময় ম্যাচ ফিক্সিংয়ে জড়িত থাকায় ৬ বছরের নিষেধাজ্ঞায় শফিক।

আফগানিস্তানের শফিকউল্লাহ শফিককে ম্যাচ ফিক্সিংয়ের কারণে ছয় বছরের নিষেধাজ্ঞা দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। বিপিএল ও এপিএলে খেলার সময় ফিক্সিংয়ে জড়িত থাকায় শাস্তি পেয়েছেন এই উইকেটকিপার ব্যাটসম্যান।

বাংলাদেশ প্রিমিয়ার লিগ ক্রিকেটের চলতি মৌসুমে সিলেটের হয়ে খেলেছেন শফিক। তার ওপর চার অভিযোগের সবগুলোর প্রমাণ পেয়েছে আইসিসির দুর্নীতি বিরোধী ইউনিট-আকসু।

শুধু তাই না, নিজে ফিক্সিংয়ে জড়িত তো ছিলেনই সিলেটের অন্য আরেক খেলোয়াড়কেও ফিক্সিংয়ে জড়িত হওয়ার প্রস্তাব দেন শফিক। সব দোষ স্বীকার করে শাস্তি মেনে নিয়েছেন আফগানিস্তানের হয়ে ৭০টি আন্তর্জাতিক ম্যাচ খেলা শফিকউল্লাহ শফিক।

বোর্ডকে সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুত আছেন বলে জানিয়েছেন শফিকউল্লাহ শফিক।