মা দিবসের শুভেচ্ছা বার্তায় কী লিখলেন ক্রীড়া তারকারা

পুন্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ১০ মে ২০২০ ১৯:১৮ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১০১ বার।

প্রত্যেক মা তার সন্তানের জন্য বিশেষ। মাকে স্মরণ করতে তাই নির্দিষ্ট কোনো দিবসের প্রয়োজন পড়ে না। তবে প্রতি বছর মে মাসের দ্বিতীয় রবিবার সারা বিশ্বে উদ্‌যাপিত হয় ‘বিশ্ব মা দিবস’।

বিশেষ এই দিনে সামাজিক যোগাযোগ মাধ্যমে মায়ের প্রতি ভালোবাসা প্রকাশ করছেন অনেকেই। ক্রীড়া তারকারাও এর বাইরে নন।

দেশের ক্রিকেটের বড় তারকা সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, লিটন দাস থেকে শুরু করে শুটার সারবিনা সুলতানা- মা দিবসে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশেষ বিবৃতি বা ছবি পোস্ট করেছেন। এই তালিকায় আছেন ভারতীয় কিংবদন্তি শচীন টেন্ডুলকার থেকে শুরু করে বিরাট কোহলিও।

সাকিব আল হাসান মা দিবস উপলক্ষে ফেইসবুকে বার্তা দিয়েছেন। করোনাভাইরাসের এই মহামারির সময়ে মায়েদের যত্ন নেওয়ার কথা সন্তানদের মনে করিয়ে দিয়েছেন তিনি।

সাকিব লিখেছেন, ‘মায়েরা ছোটবেলা থেকেই আমাদের সর্বাত্মক যত্ন নিয়ে এসেছেন। আমাদেরকে ভালো-খারাপ, সতর্কতা এবং অসতর্কতার মধ্যে পার্থক্য করতে শিখিয়েছেন। করোনা ভাইরাসের এই মহামারি চলাকালীন সময়ে তাদের যত্ন নেয়া তাই আমাদের দায়িত্ব। মনে রাখতে হবে, বয়সের কারণে তাদের করোনা ভাইরাসে সংক্রমিত হওয়ার সম্ভাবনা অনেক বেশি। তাই তাদের প্রতিনিয়ত মনে করিয়ে দেই সামাজিক দূরত্ব এবং পরিষ্কার পরিচ্ছন্নতার নিয়মগুলো মেনে চলার। এখন আমাদের দায়িত্ব তাদের সর্বাত্মক খেয়াল রাখার।’

একটি ছবি পোস্ট করে মুশফিকুর রহিম লিখেছেন, ‘পৃথিবীর সব মায়েদের জন্য ভালোবাসা। প্রতিদিন তারা পরিবারের জন্য যেসব ত্যাগ স্বীকার করেন তা ভাষায় প্রকাশ করা যাবে না। মা দিবসের শুভেচ্ছা পৃথিবীর সব মাকে। আমাদের জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ।’

সাবেক শুটার সাবরিনা সুলতানা মায়ের সঙ্গে ছবি পোস্ট করে ফেইসবুকে লিখেছেন, ‘পৃথিবীর সকল মা ভালো থাকুক।’

লিটন কুমার দাস ফেইসবুকে মায়ের ছবি পোস্ট করে শুভেচ্ছা জানিয়েছেন লিখেছেন, ‘মা দিবসের শুভেচ্ছা।’ সাদমান ইসলাম তার মায়ের সঙ্গে ছবি পোস্ট করে লিখেছেন, ‘হ্যাপি মাদার্স ডে।’

সাব্বির রহমান মায়ের সঙ্গে নিজের ছবি পোস্ট করে লিখেছেন, ‘পৃথিবীর সকল মায়েদের মা দিবসের শুভেচ্ছা। মাকে কতটা ভালোবাসি সেটা কোনও শব্দ দিয়েই প্রকাশ করা যাবে না। সকল মায়েদের মঙ্গল হোক।’

জাতীয় নারী ক্রিকেট দলের সাবেক তারকা সাথিরা জাকির জেসি মা ও মেয়ের সঙ্গে ছবি পোস্ট করেছিলেন, ‘হ্যাপি মাদার্স ডে আম্মু। অনেক ভালোবাসি তোমাকে।’

কুস্তিগির শিরিন সুলতানা মায়ের সঙ্গে ছবি পোস্ট করে টুইটারে লিখেছেন, ‘মায়ের ভালোবাসায় কোনো স্বার্থ নেই, কোনো প্রাপ্তির প্রত্যাশা নেই। মা বলে ডাকলেই এক স্বর্গীয় পুণ্যে হৃদয়-মন অমিয় সুধায় প্লাবিত হয়। মা-ই বসুন্ধরা, মা-ই ছায়া, মা-ই মায়া। মা আমার মা। সকল মাকে শ্রদ্ধা ভালোবাসা, মা দিবসের শুভেচ্ছা।’

ভারতীয় ব্যাটিং গ্রেট শচীন টেন্ডুলকার মা দিবস উপলক্ষে টুইট করেছেন। ছোট্ট শচীনকে নিয়ে দাঁড়িয়ে আছেন মা। স্মৃতির অ্যালবামের সেই ছবি পোস্ট করেছেন মাস্টার ব্লাস্টার।

সবকিছুর জন্য মা-কে ধন্যবাদ জানিয়েছেন শচীন, ‘তুমি আমার কাছে সব। অন্য সবকিছুর চেয়ে তুমি সব সময় অসাধারণ এবং অপরিবর্তনীয়। তুমি আমার জন্য যা করেছ, তার জন্য অসীম ধন্যবাদ।’ এরপর হ্যাশ ট্যাগ দিয়ে লিখেছেন, ‘হ্যাপি মাদার্স ডে।’

টুইটারে মায়ের সঙ্গে নিজের দুটি ছবি পোস্ট করে শুভেচ্ছা জানিয়েছেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। ভারতীয় ব্যাডমিন্টন তারকা পিভি সিন্ধু মায়ের সঙ্গে নিজের ছবি পোস্ট করে লিখেছেন, ‘মা ও কন্যা সব সময় সংযুক্ত। ভালোবাসি চিরকাল। হ্যাপি মাদার্স ডে মা।’