মনে হচ্ছিল শোয়েব আমাকে মেরে ফেলবে: তামিম

পুন্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ১০ মে ২০২০ ১৯:২১ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১০৯ বার।

তামিম ইকবাল উইকেটে থাকা মানেই দর্শকদের নির্ভার থাকা। ২০০৭ সালে ভারতের বিপক্ষে বিশ্বকাপ ম্যাচ থেকেই মারকুটে ব্যাটসম্যান হিসেবে পরিচিত তামিম। ওপেনার হওয়ায় বেশিরভাগ সময়ই শুরুতেই বাঘা বাঘা সব ফাস্ট বোলারদের মোকাবিলা করতে হয় তাকে। তবে শোয়েব আখতারকে প্রথম খেলতে গিয়ে ঘাবড়ে গিয়েছিলেন তামিম।

শুধু ঘাবড়ে যাওয়া নয়, তামিম সরাসরি বলছেন, ‘আমার মনে হচ্ছিল শোয়েব আমাকে মেরে ফেলবে।’

রবিবার তিন সাবেক অধিনায়ক নাঈমুর রহমান দুর্জয়, খালেদ মাহমুদ সুজন ও হাবিবুল বাশারকে নিয়ে ফেইসবুক লাইভে ছিলেন তামিম। আড্ডার এক পর্যায়ে ওঠে আসে শোয়েব প্রসঙ্গ।

এ সময় তামিম বলেন, ‘বিশ্বে অনেক বোলারকেই খেলেছি। ১৫০ কিলোমিটার গতির বলও খেলেছি। কিন্তু আমি জীবনে ব্যাটিং করতে গিয়ে একবারই ভয় পেয়েছি, যখন আমি শোয়েব আখতারকে প্রথম খেলেছি। ওই দিন আমার কাছে মনে হয়েছে, ও আমাকে মেরে ফেলবে।’