যে কারণে গ্রামের নাম পাল্টে রাখা হলো ইরফান খান

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ১১ মে ২০২০ ১৪:২০ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১১৭ বার।

এপ্রিলের শেষে পৃথিবী থেকে বিদায় নেন বলিউডের অন্যতম সেরা অভিনেতা ইরফান খান। ইরফানের মৃত্যুতে বলিউডের পাশাপাশি শোক প্রকাশ করেন হলিউড তারকারাও। ইরফানের মৃত্যু শোক কাটিয়ে উঠতে না উঠতেই এবার প্রয়াত অভিনেতার নামে নামকরণ করা হল মহারাষ্ট্রের একটি গ্রামের।

জি নিউজ জানায়, মহারাষ্ট্রের ইগতপুরি নামে একটি গ্রামের নতুন নামকরণ করা হয়েছে ইরফান খানের নামে। 

ওই গ্রামে নিজের বাগান বাড়ি তৈরি করবেন বলে জমি কিনেছিলেন ইরফান। এরপরই সেখানকার দুঃস্থ পরিবারের সন্তানদের পড়াশোনার দায়িত্ব নেন তিনি। শুধু তাই নয়, গ্রামে স্কুল খুলতে উদ্যোগী হন ইরফান। সেই স্কুলের খরচও বেশ কিছু অংশে বহন করেন তিনি। সেখানকার দুঃস্থ শিশুদের মধ্যে থেকে বেশ কয়েকজনের পড়াশোনার দায়িত্ব নিয়ে তাদের বইপত্রও কিনে দিয়েছিলেন এই অভিনেতা।

এসবের পাশাপাশি গ্রামের মানুষের জন্য কিনে দিয়েছিলেন অ্যাম্বুলেন্সও। কোনও জরুরি অবস্থায় সেখানকার মানুষ যাতে শিগগিরই হাসপাতালসহ চিকিৎসকের কাছে পৌঁছতে পারেন, অ্যাম্বুলেন্স কিনে সেই ব্যবস্থা করেন ইরফান। ফলে তাঁর মৃত্যুর পর ইগতপুরির নাম পালটে করা হয়েছে ইরফান খান। স্থানীয় জেলা প্রশাসন থেকে ওই সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানা গেছে।