ধুনটে জিএম সিরাজের গণসংযোগ

আমিনুল ইসলাম শ্রাবণ
প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০১৮ ১১:৫৪ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৩১১ বার।

বগুড়ার ধুনট উপজেলার গোপালনগর ইউনিয়নে বৃহস্পতিবার দিনব্যাপী গণসংযোগ করেছেন বিএনপি মনোনিত প্রার্থী সাবেক সংসদ সদস্য জিএম সিরাজ।

সকাল সাড়ে ১০টায় বানিয়াগাঁতী গ্রামে নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন করেন তিনি। পরে গোপালনগর ইউনিয়নের অধিকাংশ গ্রামে গণসংযোগ করেন জিএম সিরাজ। গণসংযোগকালে তিনি ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন।

এছাড়া কয়েকটি পথসভায় বক্তব্য দিয়েছেন সাবেক এই সংসদ সদস্য। পথসভায় জিএম সিরাজ বলেন, আওয়ামী লীগ ভোটের মাধ্যমে ক্ষমতায় যেতে পারে না। এজন্য তারা ভোট দেয় না, চায় না। তিনি আরো বলেন, ধানের শীষের বিজয়ের মধ্যদিয়ে মুক্তি আসবে। ধানের শীষের বিজয় আপনাদের হাতেই। ৩০ তারিখে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বেগম খালেদা জিয়া ও দেশের মানুষকে মুক্ত করুন। আপনারা ভোট দিলে এদেশের মানুষ মুক্তিপাবে, আমাদের সবার স্বাধীনতা ফিরে আসবে।

গণসংযোগকালে উপজেলা বিএনপির আহ্বায়ক তৌহিদুল আলম মামুন, পৌর বিএনপির সভাপতি আলিমুদ্দিন হারুন মন্ডল, জেলা বিএনপির সাবেক সদস্য গোলাম মাহবুব প্যারিস, জিএম সিরাজের ছেলে আসিফ রব্বানী, উপজেলা বিএনপির সদস্য সচিব শরাফাতজামান পাশা, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোখফিজুর রহমান বাচ্চু, গোপালনগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম, মথুরাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাহবুবুর রহমান ফিরোজ, যুবদল নেতা আব্দুল হালিম, এসএম হালিম, উপজেলা ছাত্রদলের সভাপতি মোহাম্মদ আলী জন, সাধারণ সম্পাদক আবু তালহা শামীমসহ উপজেলা-পৌর ও গোপালনগর ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এদিকে জিএম সিরাজের নির্বাচনী প্রচারনায় ব্যাপক উৎসাহ উদ্দিপনার সাথে দলীয় নেতাকর্মীরা মিছিল নিয়ে অংশ নেন। প্রায় দু’শতাধিক মোটরসাইকেল নিয়ে গোপালগর ইউনিয়নে শোডাউন দেন তারা।