চাঁদ অদৃশ্য হওয়ার রহস্য উদঘাটন

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ১২ মে ২০২০ ১২:৩৪ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ২১২ বার।

১১১০ সালে বেশ কয়েক দিন রাতের আকাশ থেকে ‘উধাও’ হয়ে গিয়েছিল চাঁদ। সেই থেকে বিষয়টি বিজ্ঞানীদের কাছে অপার এক রহস্য ছিল। ইউনিভার্সিটি অব জেনেভার সাম্প্রতিক এক গবেষণায় এর কারণ জানা গেছে।

নেচার জার্নালে প্রকাশিত প্রতিবেদনে বিজ্ঞানীরা জানিয়েছেন, আগ্নেয়গিরি-সংক্রান্ত অ্যাশের সঙ্গে সালফার এবং মেঘলা আবহাওয়ার সমন্বয়ে তখন এই অবস্থার সৃষ্টি হয়।

নিবন্ধে বলা হয়েছে, ৯১০ বছর আগের ওই সময়ে ভৌগলিক পরিস্থিতি খুব একটা স্বাভাবিক ছিল না। হয়েছিল বৃহৎ অগ্নুৎপাত। বাতাসে মিশে ছিল সালফার। কালো ছাই ছড়িয়ে গিয়েছিল বাতাসে। তার উপরে কুয়াশার এক ঘন স্তর পড়েছিল। আর এই কারণেই চাঁদকে দেখা যাচ্ছিল না।

এই রহস্যের সমাধান করতে গিয়ে বিজ্ঞানীরা মধ্যযুগীয় রেকর্ড ঘেঁটেছেন। সেসব বিশ্লেষণ করে তারা এই কারণের কথা উল্লেখ করেছেন।

নতুন এই গবেষণাকে নাসা থেকে অবশ্য এখনো স্বীকৃতি দেয়া হয়নি। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থাটির তথ্য অনুযায়ী, ১১১০ সালের ওই ঘটনার পর ইউরোপে প্রথম ২০ বছরে সাতবার পূর্ণ অমাবস্যা দেখা দিয়েছে। ওই ঘটনার সঙ্গে অমাবস্যা প্রভাবের যোগ আছে কি না, সেটিও তাদের প্রশ্ন।