রাতেই আসছে ‘ঘরে বসে আয়নাবাজি’

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ১২ মে ২০২০ ১৫:১৬ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১১২ বার।

জনপ্রিয় সিনেমা ‘আয়নাবাজি’র প্রধান তিন চরিত্রকে নিয়ে নির্মিত ওয়েব সিরিজ ‘ঘরে বসে আয়নাবাজি’ মঙ্গলবার রাত সাড়ে দশটায় একযোগে উন্মুক্ত হবে বেশ কয়েকটি চ্যানেল ও অনলাইন প্ল্যাটফর্মে।

এই সিরিজ সম্প্রচার হবে টানা তিনদিন, একই সময়ে দেখা যাবে একাত্তর, যমুনা, ডিবিসি, জিটিভিসহ বেশ কয়েকটি টিভি চ্যানেলে। স্ট্রিমিং হবে ব্র্যাক, আয়নাবাজি, র‌্যাবিটহোল ও প্রথম আলোর ফেইসবুক পেইজে।

সম্প্রচারমাধ্যম আরও বাড়তে পারে বলে গণমাধ্যমকে জানিয়েছেন প্রযোজক জিয়াউদ্দিন আদিল। খবর দেশ রুপান্তর 

মূলত করোনাভাইরাসের সংক্রমণ থেকে সতর্ক করতেই বিশেষ সিরিজ ‘ঘরে বসে আয়নাবাজি’ নির্মিত হয়েছে। অমিতাভ রেজার পরিচালনায় এখানেও দেখা যাবে মূল সিনেমার প্রধান তিন চরিত্র চঞ্চল চৌধুরী, নাবিলা ও পার্থ বড়ুয়াকে।

‘ঘরে বসে আয়নাবাজি’র প্রতি পর্বের দৈর্ঘ্য প্রায় ৮ মিনিট। করোনাভাইরাসে আক্রান্ত আয়না কীভাবে প্রতিকূলতাকে জয় করে আর সেখানে প্রতিবেশী এবং নিকটজনেরা কীভাবে সাহায্য করতে এগিয়ে এসেছেন, সেটাই এই সিরিজে প্রকাশিত হবে।