মিস ইউনিভার্স শিরোপাজয়ের দিনটি স্মরন করলেন লারা দত্ত

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ১২ মে ২০২০ ১৬:৪৮ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৫৯ বার।

১২ মে ২০০০, ফের ভারত থেকে বিশ্ব সুন্দরী। সুস্মিতা সেনের পর সেবার মিস ইউনিভার্স হয়েছিলেন তৎকালীন মিস ইন্ডিয়া লারা দত্ত। তারপর কেটে গিয়েছে ২০ বছর। মিস ইউনিভার্স লারা দত্ত এখন মিসেস ভূপতি। ২২ বছরে হওয়া বিশ্বসুন্দরী এখন ৪২ বছর বয়সী এক সন্তানের জননী। কিন্তু ১২ মে'র সেই স্মৃতি প্রতিবছর তাঁর জীবনে ঘুরে ফিরে আসে। আসবে না-ই বা কেন? এরকম একটা আন্তর্জাতিক মঞ্চে দেশকে প্রতিনিধিত্ব করা আর জিতিয়ে আনা বেশ কষ্টসাধ্য ব্যাপার। তাই মিস ইন্ডিয়া থেকে মিস ইউনিভার্সের সেই যাত্রাপথ সম্বন্ধে নেট দুনিয়াকে অবগত করতে সেই স্মৃতিবিজড়িত ছবি পোস্ট করলেন লারা। ইনস্টাগ্রামে পোস্ট করা সেই ছবিতে তিনি লিখলেন, "২০ বছর আগের এই দিন, ১২ মে, ২০০০, নিকোসিয়া, সাইপ্রাস। গোটা বিশ্ব আমাকে অনবদ্য উপহার দিয়েছিল। সবকিছুর জন্য আমি কৃতজ্ঞ।" সে বছর বিশ্ব সুন্দরী প্রতিযোগিতা দ্বীপরাষ্ট্র সাইপ্রাসে আয়োজিত হয়েছিল। 

মিস ইন্ডিয়া ২০০০, সেবার জানুয়ারি মাসে একসঙ্গে তিন জন জিতেছিলেন। লারা দত্ত, প্রিয়াঙ্কা চোপড়া আর দিয়া মির্জা। মে মাসে মিস ইউনিভার্স হয়েছিলেন লারা আর ডিসেম্বরে মিস ওয়ার্ল্ড খেতাব পান প্রিয়াঙ্কা চোপড়া। সেই প্রতিযোগিতায় মিস এশিয়া প্যাসিফিক (এশিয়া সুন্দরী) হয়েছিলেন দিয়া মির্জা। ২০১৯ সালে মিস ইন্ডিয়া প্রতিযোগিতার একটা ছবি পোস্ট করেছিলেন লারা দত্ত। সেই ছবিতে ওপর দুই বিজয়ী প্রিয়াঙ্কা ও দিয়া মির্জা আছেন। সেই ছবি পোস্ট করে লারা লিখেছিলেন, গত ২০ বছর ধরে আমাদের বন্ধন অটুট। আই লাভ ইউ। ভেবেই ভালো লাগে তিনজনেই একটা দেশকে প্রতিনিধিত্ব করেছি। এনডিটিভি