মুশফিকের ব্যাটের নিলাম নিয়ে নাটক!

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ১২ মে ২০২০ ১৭:৩৮ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৮৩ বার।

মুশফিকুর রহিমের ব্যাটের নিলামের বিডিংয়ে প্রচুর ভুয়া কল আসায় বাধ্য হয়ে বিডিং প্রক্রিয়া কিছুক্ষণের জন্য বন্ধও রেখেছিল কর্তৃপক্ষ। ঘণ্টা দুয়েক পর অবশ্য ফের নিলাম প্রক্রিয়া শুরু হয়েছে।

করোনাকালে অসহায়দের সাহায্যার্থে অর্থ সংগ্রহের জন্য দেশের হয়ে প্রথম ডাবল সেঞ্চুরির ব্যাট নিলামে তোলেন মুশফিক।

অনলাইনে মুশফিকের ব্যাটটি নিলামে তুলে নিবকো স্পোর্টস ম্যানেজমেন্টের সহযোগী প্রতিষ্ঠান স্পোর্টস ফর লাইভ। তাদের অনলাইন প্ল্যাটফর্ম পিকাবোয় তোলা ওই নিলামে মঙ্গলবার দুপুর ১২টায় দেখা যায় মুশফিকের ডাবল সেঞ্চুরি হাঁকানো ব্যাটটির দাম উঠেছে ৪১ লাখ ৪১ হাজার ১ টাকা!

তবে কিছুক্ষণ পরই জানা যায় নকল নাম-পরিচয় ব্যবহার করে হাঁকানো হচ্ছে ভুয়া দর। এক পর্যায়ে বিডিং বন্ধ রাখতে বাধ্য হয় কর্তৃপক্ষ।

শুরু থেকেই মুশফিকের ব্যাটের নিলামের এই ঝামেলা হচ্ছে বলে জানা গেছে। যা নিয়ে বিব্রত অবস্থায় পড়েছেন নিলামের সঙ্গে জড়িত প্রতিষ্ঠানের কর্মকর্তারা। একই সঙ্গে বিবৃত মুশফিকুর রহিম নিজেও।

ছয় লাখ টাকা ভিত্তিমূল্য দিয়ে ৯ মে রাতে নিলামে তোলা হয় মুশফিকের ব্যাটটি। প্রথম রাতেই যার দাম ওঠে ৩২ লাখ!

কিছুক্ষণ বন্ধ থাকার পর আবার শুরু হওয়া নিলাম শেষ হবে বৃহস্পতিবার রাত ১০টায়।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ব্যাটটির বিডিং হয়েছে ৫৭টি। সর্বোচ্চ দর উঠেছে ৪২ লাখ ১৪ হাজার ৪শত ৭৯ টাকা।