এবার জাতীয় ক্রীড়া পুরস্কারের পদক নিলামে তুলবেন আসলাম

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ১২ মে ২০২০ ১৮:১৮ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৬১ বার।

করোনার এই দুর্যোগময় সময়ে অসহায়দের জন্য অর্থ সংগ্রহে জাতীয় ক্রীড়া পুরস্কারের পদক নিলামে তোলার ঘোষণা দিয়েছেন সাবেক ফুটবলার শেখ মোহাম্মদ আসলাম। দেশের ইতিহাসের অন্যতম সেরা ফুটবলার তার এক জোড়া বুটও নিলামে তোলার সিদ্ধান্ত নিয়েছেন।

ফুটবলে সাফল্যের স্বীকৃতিস্বরূপ ২০০০ সালে জাতীয় পুরস্কার পান আসলাম। জাতীয় দল, লাল দল, বাফুফে একাদশ মিলে আসলামের আন্তর্জাতিক গোল সংখ্যা ২৮টি। দেশের ফুটবলারদের মধ্যে যা সর্বোচ্চ।

ফুটবলারদের মধ্যে ইতিমধ্যে নিলামে বিক্রি হয়েছে প্রয়াত মোনেম মুন্নার দুটি জার্সি। কিংবদন্তি এই ফুটবলারের দুটি জার্সি বিক্রি হয় ৫ লাখ ১০ হাজার টাকায়।

এ ছাড়া সাবেক ফিফা রেফারি তৈয়ব হাসান তার একটি জার্সি নিলামে তুলেছিলেন। সেটি বিক্রি হয়েছে ৫ লাখ ৫৫ হাজার টাকায়।