করোনায় জাপানে প্রথম সুমো পালোয়ানের মৃত্যু

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ১৩ মে ২০২০ ১৪:১০ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১০০ বার।

নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন জাপানের ঐতিহ্যবাহী সুমো কুস্তির এক তরুণ পালোয়ান। জাপান সুমো অ্যাসোসিয়েশন (জেএসএ) এই ঘটনা নিশ্চিত করেন। বিবিসি জানায়, ২৮ বছর বয়সী সুমো পালোয়ান কিয়োতাকা সুয়েতাকা তার ক্যারিয়ারে শোবুশি নামে পরিচিত ছিলেন। কভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে শরীরের বেশ কয়েক অঙ্গ অচল হয়ে যায় তার। সুমো কুস্তি জগতে শোবুশিই প্রথম করোনায় আক্রান্ত হন এবং মারা গেলেন। ১০ এপ্রিল তার করোনা পজিটিভ আসে। শারীরিক অবস্থা অবনতি হতে থাকলে ৯ দিন পর তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে ভর্তি করা হয়েছিল। বুধবার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। জাপানের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ২০-৩০ বছর বয়সের মধ্যে শোবুশিই প্রথম করোনায় মারা গেলেন। দেশটিতে অধিকাংশ মৃতের বয়স ৫০ এর উপরে। ২০০৭ সালে পেশাদার সুমো কুস্তিতে শোবুশির ক্যারিয়ার শুরু হয়। সানদানমে নামে একটি ডিভিশন পর্যায়ে তার র‍্যাংক ছিল ১১। এদিকে গত মাসে আরও পাঁচ সুমো পালোয়ানের করোনা পজিটিভ আসে। জেএসএ জানায়, সংগঠনের অন্তভূক্ত এক হাজার পালোয়ানের টেস্ট করাবেন তারা। যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্যানুসারে, জাপানে করোনায় আক্রান্তের সংখ্যা ১৬ হাজারের কাছাকাছি। এর মধ্যে মারা গেছেন ৬৫৭ জন।