ভ্যাকসিন আসার আগেই শিপমেন্ট নিয়ে ফ্রান্স-আমেরিকার কাড়াকাড়ি

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ১৪ মে ২০২০ ১২:১৬ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৮৭ বার।

এ যেন গাছে কাঁঠাল গোঁফে তেল! ফ্রান্সের ওষুধ প্রস্তুত ও বাজারজাতকারী প্রতিষ্ঠান ‘সানোফি’র ভ্যাকসিন তৈরি হওয়ার আগেই প্রথম শিপমেন্ট কারা পাবে তা নিয়ে রীতিমতো বাগযুদ্ধ শুরু হয়ে গেছে। বিভিন্ন কথা চালাচালির ভেতর ফরাসি বহুজাতিক কোম্পানিটির প্রধান নির্বাহী পল হিউডসনের মন্তব্য আগুনে ঘি ঢেলেছে।

হিউডসন বুধবার বলেন, ‘মার্কিন সরকার ভ্যাকসিন গবেষণায় আমাদের ফান্ড দিয়েছে। তাই তারা প্রথম শিপমেন্ট পাবে।’

ব্লুমবার্গ নিউজকে তিনি বলেন, ‘প্রথম অর্ডার তাদেরই প্রাপ্য। কারণ তারা ঝুঁকি নিয়ে বিনিয়োগ করেছে।’

ব্রিটিশ নাগরিক হিউডসন গত বছর সানোফি প্রধানের দায়িত্ব নেন।

বৈশ্বিক মহামারীর এই সময়ে সানোফির এমন বক্তব্যকে পুরোপুরি অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছেন ফ্রান্সের কর্মকর্তারা। তাদের দাবি, গত কয়েক বছরে নানা ধরনের গবেষণায় সানোফিকে লাখ-লাখ ডলার দিয়ে সাহায্য করা হয়েছে। তারা এখন এমন কথা বলতে পারে না।

ফ্রান্সের উপ-অর্থমন্ত্রী অ্যাগনেস প্যানিয়ের-রুনাচার বৃহস্পতিবার সুড রেডিওকে বলেন, ‘অর্থনৈতিক কারণে এমনটি করা হলে সেটি আমরা মেনে নেব না।’

প্যানিয়ের-রুনাচার জানিয়েছেন, অমন মন্তব্যের পর হিউডসনের সঙ্গে তারা তাৎক্ষণিকভাবে যোগাযোগ করেছেন।

‘সানোফির ফ্রান্স শাখার প্রধান আমাদের বলেছেন ভ্যাকসিন প্রস্তুত হলে সব দেশকে দেয়া হবে। অবশ্যই তাদের দিতে হবে।’