ভারতজুড়ে মদের দোকানে লম্বা লাইন

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ১৪ মে ২০২০ ১৩:২৭ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৮৭ বার।

ভারতে কিছু শহরে লকডাউন শিথিল করা হয়েছে। সীমিত আকারে কিছু দোকানপাট ও সেবামূলক কার্যক্রম ছাড়া খুলে দেয়া হয়েছে মদের দোকানগুলো। এতেই মদ কিনতে ভারতজুড়ে তোলপাড় সৃষ্টি হয়। তৎক্ষণাত লম্বা সারি দেখা গেছে মদের দোকানে।

বিবিসি জানায়, মহারাষ্ট্রের মুম্বাইয়ের মতো শহর যেখানে করোনার ধাক্কা তুলনামূলকভাবে বেশি, সেখানে সামাজিক দূরত্ব তোয়াক্কা না করে অনেকেই মদ কিনতে লাইনে দাঁড়ান। এতে এক পর্যায়ে কিছু দোকান বন্ধ করে দিতে প্রশাসন বাধ্য হয়।

ব্যাঙ্গালুরে একজন ক্রেতা প্রায় ৫২ হাজার টাকার মদ কিনে সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড় ফেলে দেন। সকালে দোকান খোলার আগে রাত থেকে অনেকে মদ কেনার জন্য লাইন ধরেছেন এমন ঘটনাও ঘটেছে। এরপরেও অনেক মানুষ লাইন ধরে ব্যর্থ হয়েছে। 

লকডাউনে আটকে পড়ে মানুষ মদ খেতে চেয়েছে কিন্তু পায়নি, এতেই মদের জন্য হাহাকার পড়ে যায় দেশটিতে। কিন্তু ভারতীয়দের এই মদপ্রীতির পেছনে কিছু তিতা সত্য রয়েছে যা উঠে এসেছে বিবিসির প্রতিবেদনে। 

যেমন লকডাউনের কারণে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রেও মদ বিক্রি বেশি হয়েছে। গত বছরের সঙ্গে একই সময়ের তুলনা করলে যুক্তরাজ্যে ২২ শতাংশ এবং যুক্তরাষ্ট্রে ৫৫ শতাংশ মদ বিক্রি বেড়েছে।

তবে ভারতে মদ বিক্রি সহজ কাজ নয়, এখানে মদ অনলাইনে বিক্রি হয় না এবং বাড়ি পৌঁছে দেয়ার ব্যবস্থা নেই। আবার কোনো কোনো রাজ্য সরকার মদের বিরুদ্ধে কথা বলে জনপ্রিয়তা পান কারণ এর ফলে নির্বাচনে ভোট বাড়ে।

ভারতের প্রতিটি রাজ্যেই মদের আলাদা নীতিমালা আছে। ভারতে প্রতি তিনজন পুরুষের মধ্যে একজন মদ পান করেন বলে বলছে ভারতের সরকারি নথি। ১০ থেকে ৭৫ বছর বয়সের মধ্যে প্রতি ১০০ জনের ১৪ জনই মদ পান করেন।

তবে এর মধ্যে আবার এক তৃতীয়াংশ খুব সস্তা মদ খান। গোটা ভারতের গণস্বাস্থ্যেও প্রভাব ফেলে সস্তা মদপানের অভ্যাস।