ভারতে হানা দিল পাকিস্তানের লাখ লাখ পঙ্গপাল

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ১৪ মে ২০২০ ১৩:৩৩ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১২৭ বার।

পাকিস্তান থেকে লাখ লাখ পঙ্গপাল ফের হানা দিয়েছে ভারতে। পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের কোনো অঞ্চল থেকে এক ঝাঁক পঙ্গপাল ভারতের রাজস্থানের আজমেরে প্রবেশ করেছে বলে জানিয়েছে ভারতের সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।

এমন খবরে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) ভারতকে সতর্ক করে দিয়েছে।

সংস্থাটি জানিয়েছে, ইতিমধ্যে পাকিস্তানের বেলুচিস্তানের কোনো এলাকার পঙ্গপাল সীমান্ত দিয়ে ভারতের রাজস্থানে প্রবেশ করেছে। আগামী ২২ জুনের মধ্যে পাকিস্তান থেকে আরও কয়েক ঝাঁক পঙ্গপাল ভারতে প্রবেশ করবে। আগেই তা নিয়ন্ত্রণের ব্যবস্থা না করলে এসব কীটের উৎপাত আরও বাড়বে। লাখ লাখ হেক্টর ফসলের ক্ষতি করবে।

টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, পাকিস্তান থেকে আসা ওই পঙ্গপালের ঝাঁকটি এখন রাজস্থানের বারমার, জোধপুর, শ্রীগংগানহর এবং আজমেরের আকাশে উড়ছে।

উল্লেখ্য, চলতি বছরের জানুয়ারি মাসেই পা সীমান্ত দিয়ে পঙ্গপালের একটি ছোট ঝাঁক রাজস্থানে এসেছিল। সেবার এসব কীট ভারতের প্রায় ৩ লাখ হেক্টর জমির ফসল নষ্ট করেছিল।

এফএওর সতর্কবার্তায় আমলে নিয়ে ভারতের পঙ্গপাল সতর্ককারী সংস্থা (এলডব্লিউও) জানিয়েছে, পঙ্গপালের দলকে নিয়ন্ত্রণে আনতে ইতিমধ্যে সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে।

এলডব্লিউও'র উপপরিচালক কেএল গুরজার জানান, হ্যাঁ, আজমেরের বেওয়ার শহরে পঙ্গপালের একটি বড় ঝাঁক দেখা গেছে। এরা যেন ফসলের ক্ষতি না করতে পারে তার ব্যবস্থা আমরা করেছি। এই বিপদ থেকে বাঁচার প্রস্তুতি সেরে রেখেছি আমরা।