লকডাউন: সুটকেসের উপর ঘুমন্ত শিশু, মাইলের পর মাইল টেনে চলেছেন মা

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ১৪ মে ২০২০ ১৪:৪২ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৬২ বার।

দীর্ঘ পথ চলা এখনও বাকি। ক্লান্তিতে ছোট্ট শরীর আর চলছে না। অগত্যা সুটকেসের উপরেই শুয়ে পড়েছে শিশুটি। মা চাকাওয়ালা সুটকেসে শিশুকে শুইয়ে নিয়েই এগিয়ে চলেছেন দলের সঙ্গে। ভারী সুটকেস আরও ভারী হয়ে উঠেছে সন্তানের ভারে। তবুও তাকে টেনে নিয়ে প্রাণপণ গতিতে হাঁটতে হচ্ছে ওই মহিলাকে। কেননা পিছিয়ে পড়লে দলছুট হয়ে যেতে পারেন।
লকডাউনে ভারতের বিভিন্ন প্রদেশে আটকে পরা শ্রমিকদের দুরবস্থার এক নিদারুণ দৃশ্য এটি। উত্তরপ্রদেশের আগ্রায় একটি ছোট্ট শ্রমিক দলের সাথে ঝাঁসি যাচ্ছেন ছবির এই মহিলা ও তার শিশু। দলটি হাঁটা শুরু করেছে পঞ্জাব থেকে। যেতে হবে ৮০০ কিমি দূর।   
শুধু এই মহিলাই নয়। লকডাউনের মাঝে চলতে চলতে পথে নুইয়ে পড়ছে এমনই কত শরীর। দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে অনেকেই। তবুও থামা নেই। জীবন যায় যাক, বাড়ি ফিরতে মরিয়া এইসব শ্রমিকরা। শ্রমিকদের জন্য বাস বা ট্রেন চালু করা হলেও যারা এরই মধ্যে পথে নেমে পড়েছেন, তাদের খুব একটা লাভ হচ্ছেনা। তাছাড়া অনেকের কাছে টিকিট কেনার দামটিও নেই।

qbat2e48

মধ্যপ্রদেশের ইন্দোরের একদল শ্রমিককে দেখা গেছে, পরিবার-পরিজনদের নিয়ে সাইকেলে চেপেই বাড়ি ফেরার যাত্রা শুরু করেছেন। এদের একজনকে দেখা গেল দুই সন্তানকে সাইকেলে বসিয়ে পেছনে বেঁধে নিয়েছেন বিছানাও! সামনে ৫০০ কিমিরও বেশি বড় পথ। কঠিন যাত্রা। তবু পেরোতই হবে পথ। তার মতো করেই ভারতের অসংখ্য আটকে পরা শ্রমিক নেমে পড়েছেন রাস্তায়। লকডাউনের স্থবিরতাকে পেরিয়ে বাড়ি ফেরা— তাঁদের স্বপ্ন বলতে আপাতত এটুকুই। এনডিটিভি