২০২৬ সালের ভেতর প্রথম ট্রিলিয়নিয়র ‘হতে যাচ্ছেন’ আমাজনের প্রতিষ্ঠাতা

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ১৪ মে ২০২০ ১৮:১৪ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৯৯ বার।

বিশ্বের প্রথম ব্যক্তি হিসেবে ট্রিলিয়নিয়র হওয়ার অপেক্ষায় আছেন পৃথিবীর বৃহত্তম ই-কমার্স সাইট আমাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস।

কম্প্যারিজনের জরিপের বরাত দিয়ে দ্য টেলিগ্রাফ জানিয়েছে, এই মুহূর্তে ১৪৩ বিলিয়ন ডলারের সম্পদ নিয়ে ধনীদের তালিকায় শীর্ষস্থানে থাকা বেজোস ২০২৬ সালের ভেতর ট্রিলিয়নিয়র হবেন।

১০০ কোটি সমান এক বিলিয়ন আর এক হাজার বিলিয়নে এক ট্রিলিয়ন। মানে এক লাখ কোটি ডলারের মালিক হবেন এই গ্রহের সেরা ধনকুবের!

এর আগে বিশ্বখ্যাত প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপল কম্পিউটার ইনকরপোরেটেডের বাজারমূল্য প্রথমবারের মতো এক ট্রিলিয়ন মার্কিন ডলার ছাড়ালেও পৃথিবীর কোনো ব্যবসায়ী এখন পর্যন্ত এককভাবে এত অর্থসম্পদের মালিক হতে পারেননি।

বেজোসের এমন উন্নতির পেছনে বাজার বিশ্লেষকেরা নভেল করোনাভাইরাসের কথা বলছেন। লকডাউনের সময় অনলাইনে কেনাকাটা বাড়ায় বেজোসের প্রতিষ্ঠান আমাজন দারুণ লাভবান হচ্ছে।

মার্কেটওয়াচের তথ্য বলছে, প্রথম প্রান্তিকে আমাজনের বিক্রি ৭৫ বিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে।

করোনা মোকাবিলায় তাদের খরচও অবশ্য কিছুটা বেড়েছে। নিজেদের কর্মীদের টেস্টের জন্য প্রতিষ্ঠানটি ৪ বিলিয়ন ডলার ব্যয় করেছে।

ফোর্বসের তালিকা অনুযায়ী, তিন দশক ধরে আমেরিকার শীর্ষ ধনীদের মধ্যে থাকা বেজোস সবার আগে দেড়শ বিলিয়ন ডলারের মালিক হয়েছেন। আমাজনের ১৬ শতাংশ মালিকানা তার। ১৯৯৪ সালে সিয়াটলের একটি গ্যারেজে এই আমাজনের কাজ শুরু করেন তিনি।