তৈয়ব হাসানকে ফিফার অভিনন্দন

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ১৫ মে ২০২০ ০৬:০১ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১০৩ বার।

করোনায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে নিজের একটি প্রিয় স্মারক নিলামে তুলেছিলেন সাবেক ফিফা রেফারি তৈয়ব হাসান। এমন মহতী উদ্যোগের জন্য তৈয়বকে অভিনন্দন জানিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা।

তৈয়ব হাসান বাংলাদেশি রেফারিদের মধ্যে সবচেয়ে বেশি আন্তর্জাতিক ম্যাচ পরিচালনা করেছেন। তিনি দক্ষিণ এশিয়ার একমাত্র রেফারি, যিনি সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনাল পরিচালনা করেন।

২০১৩ সালে নেপালে অনুষ্ঠিত সাফের ফাইনালে বাঁশি বাজান তিনি। সেই ম্যাচের জার্সিটিই নিলামে তুলেছিলেন সাবেক এই রেফারি। গত ৯ তৈয়ব হাসানের জার্সিটি বিক্রি হয় ৫ লাখ ৫৫ হাজার টাকায়।

সামাজিক এই কাজের জন্য তৈয়ব হাসানকে অভিনন্দন জানিয়ে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো লিখেন, ‘আমি আপনাকে এই সুন্দর মানসিকতার জন্য অভিনন্দন জানাতে চাই। এই কঠিন সময়ে, আপনার মতো প্রশংসনীয় উদ্যোগ অনেকের দুর্দশা দূর করতে সহায়ক হবে।’ এএফসি, এএফসির কর্মকর্তাদের কাছ থেকেও অভিনন্দন পেয়েছেন তিনি।

তৈয়ব হাসান ১৯৯৯ থেকে ২০১৬ সাল পর্যন্ত বাঁশি বাজিয়েছেন। অবসরে যাওয়ার আগ পর্যন্ত ২৫ বছরের রেফারিং ক্যারিয়ারে প্রায় ১০০ আন্তর্জাতিক ম্যাচ পরিচালনা করেন তিনি।