ফের করোনা সংক্রমণ, ৩০ লাখ মানুষের টেস্ট করাল উহান

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ১৫ মে ২০২০ ০৬:৩৪ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৯৫ বার।

চীনের উহানে ফের করোনা সংক্রমণ দেখা দেয়ায় শহরটিতে ৩০ লাখেরও বেশি বাসিন্দাকে করোনা পরীক্ষা করা হয়েছে।

বিবিসি জানায়, নতুন করে আক্রান্ত শনাক্ত হওয়ায় এ সপ্তাহের শুরুতে এক কোটি ১০ লাখ বাসিন্দার শহরটিতে সব মানুষকে করোনা টেস্ট করানোর দশদিনের একটি পরিকল্পনা গ্রহণ করে স্থানীয় প্রশাসন। যাকে নাম দেয়া হয় ১০ দিনের লড়াই।

এর মধ্যে ৩০ লাখেরও বেশি মানুষের করোনা টেস্ট শেষ হয়েছে বলে চীন কর্তৃপক্ষ জানিয়েছে।  

এক মাসেরও বেশি সময় ধরে করোনামুক্ত থাকার পর একটি আবাসিক এলাকায় ৮৯ বছর বয়সী এক বৃদ্ধের শরীরে করোনাভাইরাস ধরা পড়ে। তার মাধ্যমে গোষ্ঠী সংক্রমণ হয়ে কয়েক ডজন লোক করোনায় আক্রান্ত হয়েছেন।

উহানের সব বাসিন্দাকে নিউক্লিক অ্যাসিড পরীক্ষার আওতায় আনা হচ্ছে। যাদের মধ্যে কোনো ধরনের উপসর্গ দেখা যাচ্ছে না কিন্তু অন্য মানুষকে আক্রান্ত করে যাচ্ছেন, এমন মানুষদের দ্রুত শনাক্ত করতে চায় কর্তৃপক্ষ।  

ডিসেম্বরে মাঝামাঝি উহানে করোনাভাইরাসের উৎপত্তি। তবে এক মাস আগে শহরটি ভাইরাসটির প্রাদুর্ভাব থেকে মুক্ত হয়। কিন্তু গত সপ্তাহ শেষে নতুন করে ছয়জন পজিটিভ শনাক্ত হয়, এরপর আক্রান্তের সংখ্যা আরও বেড়ে যায়।

৩ এপ্রিলের পর থেকে সেখানে কোন নতুন সংক্রমণের ঘটনা ধরা পড়েনি। এগারো সপ্তাহ ধরে কঠোর লকডাউনে থাকার পর ৮ এপ্রিল থেকে সেখানে সব ধরনের বিধি নিষেধ তুলে নেওয়া শুরু হয়।

এর মধ্যে শিক্ষা প্রতিষ্ঠান খুলে গিয়েছিল, দোকানপাট ধীরে ধীরে খুলতে শুরু করেছিল এবং গণপরিবহনও খুলে দেয়া হয়েছিল।

এখন পর্যন্ত চীনে করোনায় আক্রান্ত হন ৮৪ হাজারের বেশি মানুষ, মারা যান ৪ হাজার ৬৩৭ জন। দেশটির আক্রান্ত ও মৃতের অধিকাংশই হুবেই প্রদেশের বাসিন্দা।