জেলায় ৬১

বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালের দুই নার্স করোনায় আক্রান্ত

পুণ্ড্রকথা রিপোর্ট
প্রকাশ: ১৫ মে ২০২০ ১৫:০৭ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১১৬১ বার।

বগুড়ায় গত ২৪ ঘন্টায় আরও দুইজন করোনায় শনাক্ত হয়েছে। এরা দুইজনই সরকারি মোহাম্মদ আলী হাসপাতালের নবযোগদানকৃত নার্স। এদের মধ্যে কাহালু উপজেলার কালাই ইউনিয়নের কর্ণিপাড়া এলাকার ২৪ বছর বয়সী একজন। তিনি ঢাকা থেকে ৩০ এপ্রিল বগুড়ায় ফিরেছেন। অপরজন ৩০ বছর বয়সী নওগাঁর পত্নীতলার বাসিন্দা। তিনি ঢাকা থেকে গত ১২ মে ফিরেছেন। শুক্রবার রাত ৯টায় বিষয়টি নিশ্চিত করেছেন ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান।

তিনি জানান, করোনায় শনাক্ত দুইজন বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে ১৩ মে নার্স হিসেবে যোগদান করেন। তাদের নমুনা  ১২ মে সংগ্রহ করা হলে ফলাফলে পজিটিভ এসেছে।

তিনি আরও জানান, শুক্রবার ওই দুই দু’জনসহ বগুড়ায় এ পর্যন্ত মোট ৬১জন করোনায় আক্রান্ত হলেন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন দশজন। বাকি ৫১ জন চিকিৎসাধীন।

মোহাম্মদ আলী হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) ডা. শফিক আমিন কাজল বলেন, 'করোনায় শনাক্ত হওয়া দুইজন নার্স নিজ নিজ বাসায় থেকে চিকিৎসা নিবেন।'

শুক্রবার বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগের পিসিআর ল্যাবে মোট ১৮৮টি নমুনা পরীক্ষা করা হয়। সবগুলোই বগুড়ার।