মরিনি এখনো: এ টি এম শামসুজ্জামান

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ১৬ মে ২০২০ ১৪:২৫ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১১০ বার।

শুক্রবার সন্ধ্যার পর হঠাৎ খবর রটে যায় বাংলাদেশের গুণী অভিনয়শিল্পী এ টি এম শামসুজ্জামান মারা গেছেন। ফেসবুকে অনেকে তার ছবি দিয়ে প্রচার করেন খবরটি । 

এর প্রতিক্রিয়ায় এ টি এম শামসুজ্জামান গণমাধ্যমকে জানান, ‘মরিনি এখনো। এর আগেও ১০–১২ বার আমার মৃত্যুর খবর ছড়িয়েছে। কেন যে এ রকম করে বুঝি না। আমার সঙ্গে কিসের শক্রতা, বুঝি না। আল্লাহ এদের হেদায়েত দান করুন।’

তার মৃত্যুর খবর যখন রটে যায়, তখন তিনি সুত্রাপুরের বাসায় ছিলেন। নিজের মৃত্যুর খবর শোনার পর এ টি এম শামসুজ্জামান বিরক্তি আর ক্ষোভ প্রকাশ করেন।

এ টি এম শামসুজ্জামান বাংলাদেশের অন্যতম জনপ্রিয় অভিনেতা, পরিচালক, কাহিনিকার, চিত্রনাট্যকার, সংলাপকার ও গল্পকার। অভিনয়ের জন্য কয়েকবার পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। শিল্পকলায় অবদানের জন্য ২০১৫ সালে পেয়েছেন রাষ্ট্রীয় সম্মাননা একুশে পদক।