লাশের চাপে নাকাল মুম্বাইয়ের হাসপাতাল

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ১৬ মে ২০২০ ১৪:৩৬ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১১২ বার।

হিমঘরে জায়গা নেই। ওয়ার্ডে-ওয়ার্ডে লাশের পাশে রোগী। রোগীর পাশে লাশ! করোনাকালে ভারতের মুম্বাই শহরের বেশ কয়েকটি হাসপাতালের চিত্র এখন এমন।

রবি (ছদ্মনাম) নামের এক ব্যক্তি লোকমান্য তিলক জেনারেল হাসপাতালে মাকে ভর্তি করিয়েছেন। এএফপির সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘হাসপাতাল থেকে ওষুধ ছাড়া আর কিছু দেয়া হচ্ছে না। এক বেডে অধিকাংশ সময় তিনজন করে থাকতে হচ্ছে।’

রবি মায়ের চিকিৎসা করতে করতে নিজেও করোনায় আক্রান্ত হয়েছেন। চারটি হাসপাতাল ঘুরে পঞ্চমটিতে ভর্তি হতে পেরেছেন।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে দেখা গেছে, করোনা ওয়ার্ডে পড়ে রয়েছে মৃতদেহ। অথচ কেউ সরিয়ে নিচ্ছে না।

কেউ বলছেন এটি কলকাতার এমআর বাঙ্গুর হাসপাতালের। আবার কেউ বলছেন এটি মুম্বাইয়ের। পুলিশ জানিয়েছে, ভিডিওটির বিষয়ে তদন্ত করা হচ্ছে।

লোকমান্য হাসপাতালের পরিস্থিতি নিয়ে সেখানকার জুনিয়র ডাক্তার আদিত্য বার্ক বলছেন, ‘আমাদের এখানে পর্যাপ্ত বেড নেই। জরুরি বিভাগ ভর্তি। ওদিকে রোগী কমছে না।’

‘মার্চে মাত্র দুজন রোগী ছিলেন। মনে হচ্ছিল পরিস্থিতি নিয়ন্ত্রণে। কিন্তু নাটকীয়ভাবে অবস্থা এখন খারাপের দিকে যাচ্ছে।’

করোনায় মোট আক্রান্তের সংখ্যায় ভারত ইতিমধ্যে চীনকে ছাড়িয়ে গেছে। সরকারি তথ্য অনুযায়ী, গত একদিনে আরও প্রায় সাড়ে তিন হাজার মানুষ কভিড-১৯ রোগে সংক্রমিত হওয়ায় দেশটিতে এখন মোট আক্রান্তের সংখ্যা ৮৫ হাজার ছাড়িয়েছে। মারা গেছেন ২ হাজার ৬৪৯ জন।