কাবুলের হামলায় এতিম শিশুদের দুগ্ধ পান করিয়ে ‘হিরো’ তরুণী

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ১৭ মে ২০২০ ১৫:৫৫ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১২৪ বার।

আফগানিস্তানের রাজধানী কাবুলের এক হাসপাতালের প্রসূতি বিভাগে সন্ত্রাসী হামলায় নিহত হয় ২৪ জন ব্যক্তি। যার মধ্যে ছিল সদ্য মা হওয়া বেশ কয়েকজন নারী ও নার্স। মারা যায় কয়েকটি নবজাতক শিশুও।

মঙ্গলবারের ওই ঘটনায় অনেক নবজাতককে উদ্ধার করে পুলিশ। অন্য একটি হাসপাতালে স্থানান্তরিত করা হয় তাদের। সেখানে ফিরোজা ওমর নামে এক তরুণী দেবদূত হয়ে হাজির হলেন এসব শিশুদের জন্য।

শিশুদের একের পর এক নিজের স্তন্য পান করে গেলেন ২৭ বছর বয়সী ফিরোজা। অন্তত ২০ জন শিশুকে দুধ পান করান তিনি। যাদের মধ্যে অনেকেই সদ্য মা হারা হয়েছে সন্ত্রাসীদের হামলায়।

আল জাজিরাকে এই নারী বলেন, আমি মনে করলাম এসব শিশুদের জন্য একজন মা দরকার। তাদের মা হামলায় গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। তখন আমি নিজেই তাদের মা হয়ে গেলাম। আমি তাদের কোলে তুলে নিলাম, তাদেরকে দুধ পান করালাম।

ফিরোজা ওমর বলেন, আমি যখন তাদের আদর করছিলাম, মনে হয়নি তারা অন্য কারো বাচ্চা। আমি যেন নিজের বাচ্চাকেই দুধ পান করাচ্ছিলাম। সন্ত্রাসী এসব শিশুদেরও রেহাই দেয়নি, যারা মাত্র চোখ খুলেছে।

২০১৭ সালে নিজের জন্মদিনে এক তালেবান হামলায় বড় ভাই আর বাবাকে হারিয়েছিলেন ফিরোজা। তিনি বলেন, আফগান যুদ্ধের একজন ভুক্তভোগী হিসেবে এর যন্ত্রণা কেমন আমি জানি। প্রিয়জনদের হারানোর ব্যথা আমি অনুভব করতে পারি।

এদিকে হাসপাতালের এসব শিশুদের দুধ পান করিয়ে প্রশংসিত হয়েছেন এই তরুণী। সামাজিক যোগাযোগামাধ্যমে তার ছবি ভাইরাল হয়ে পড়েছে। নেটিজেনরা তার প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা প্রকাশ করেছেন। ফিরোজাকে আফগান নারীদের আদর্শ হিসেবে আখ্যা দিয়েছেন কেউ কেউ।