বগুড়ায় মহাসড়কের পাশে পড়ে থাকা ব্যক্তিকে  উদ্ধার করলেন চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীরা

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১৮ মে ২০২০ ১৫:৫৮ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৩২৯ বার।

বগুড়ায় মহাসড়কের পাশে বাস স্ট্যান্ডে অজ্ঞান হয়ে পড়ে থাকা এক ব্যক্তিকে উদ্ধার করলেন চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীরা। তাকে করোনা রোগীদের চিকিৎসার জন্য নির্ধারিত মোহাম্মদ আলী হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার ইফতারের আগ মুহুর্তে মোহাম্মদ আলী হাসপাতালের আবাসিক চিকিৎসকের (আরএমও) নেতৃত্বে জেলার শিবগঞ্জ উপজেলার মহাস্থান বাস স্ট্যান্ডের ভেতর থেকে অজ্ঞাতনাম ওই ব্যক্তিকে উদ্ধার করা হয়।
বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. শফিক আমিন কাজল জানান, সোমবার বিকেলে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে একজন চিকিৎসক তাকে ফোনে মহাস্থান বাসস্ট্যান্ডে এক ব্যক্তির পড়ে থাকার কথা জানান। এরপর সেখানে যাওয়া হয়। অজ্ঞাতনামা ওই ব্যক্তির বয়স আনুমানিক ৪৫ বছর। তিনি বলেন, ‘আমরা যখন ওই ব্যক্তিকে উদ্ধার করতে যাই তখন তিনি সংজ্ঞাহীন। লুঙ্গি ও শার্ট পড়া ওই লোকের সঙ্গে একটি বড় ব্যাগ ছিল। যা দেখেে মনে হয়েছে তার বাড়ি অন্য কোন জেলায়। কিন্তু করোনা আক্রান্ত সন্দেহে স্থানীয় লোকজন তার কাছে ভিড়ছিলেন না। পরে আমি সঙ্গে থাকা ৩ স্বাস্থ্যকর্মীকে নিয়ে অজ্ঞান অবস্থায় ওই ব্যক্তিকে অ্যাম্বুলেন্সে তুলে হাসপাতালে নিয়ে আসি।’
ওই রোগীর করোনা উপসর্গ রয়েছে কি’না জানতে চাইলে তিনি বলেন, ‘তার রক্তচাপ এবং নাড়ির স্পন্দন ঠিক রয়েছে। তবে গভীর ঘুমে আচ্ছন্ন থাকায় কোন কথায় তিনি সাড়া দিচ্ছেন না। তবে জ্বর কিংবা শ্বাস কষ্ট বা এ জাতীয় কোন লক্ষণ তার মধ্যে নেই। আমার মনে হয় তাকে কোন কিছু খাইয়ে অজ্ঞান করা হয়েছে। এটি অজ্ঞান পার্টির কাজও হতে পারে। তাই তাকে করোনা সন্দেহভাজন মনে না করে আমরা তাকে হাসপাতালের গ্রীন জোনে রেখে চিকিৎসা দিচ্ছি।’