আজকের শিশুরাই আগামীর উন্নত বাংলাদেশের নেতৃত্ব দিবে- প্যানেল চেয়ারম্যান রনি

পুণ্ড্রকথা রিপোর্ট
প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০১৮ ১৩:৫২ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ২৮৬ বার।

বগুড়া জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সুলতান মাহমুদ খান রনি বলেছেন, আজকের শিশুরাই আগামীর উন্নত বাংলাদেশের নেতৃত্ব দিবে। ভালবাসা ও যত্নের মাধ্যমে তাদের অধিকার প্রতিষ্ঠায় আমাদের সকলকে কাজ করতে হবে। ছোট থেকেই তারা যেন সমাজে মাথা উঁচু করে পথ চলতে পারে এবং ভবিষ্যতে দেশের উন্নয়নে কাজ করতে পারে সেজন্য শিশুদেরকে আমাদেরই প্রস্তুত করতে হবে।
শুক্রবার বিকেলে বগুড়া পৌর এডওয়ার্ড পার্কে আলোর দিশারী স্কুলের আয়োজনে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শীতকালীন সামগ্রী ও বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলি বলেন। বগুড়া জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও আলোর দিশারী পরিবারের অন্যতম সদস্য মোক্তাদেরুল ইসলাম মিম পোদ্দারের সার্বিক ব্যবস্থাপনায় ও আদিত্ত কুমারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি আজিজুল হক কলেজের ফিন্যান্স ও ব্যাংকিং বিভাগের বিভাগীয় প্রধান মোকলেছুর রহমান মুকুল, ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক শাহজাহান আলী, জার্নালবিডি২৪.কম এর প্রকাশক ও বিশিষ্ঠ ব্যবসায়ী পরিমল প্রসাদ রাজ এবং বগুড়া ইয়ূথ ফোরামের সভাপতি সাংবাদিক সঞ্জু রায়। এছাড়াও অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন পৌর আওয়ামীলীগ নেতা এস.এম তারেক, সজল শেখ, তুষার আহমেদ, শশী, মেহজাবিন, সাকিবুল, মিরাজ, ফাহিম প্রমুখ। অনুষ্ঠানে আলোর দিশার পাঠশালার প্রায় ৭০ জন সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শীতবস্ত্র, স্বাস্থ্য সামগ্রী হিসেবে পেস্ট, ব্রাশ, ২ টি ভ্যাসলিন সহ শিশুদের ব্যবহৃত সামগ্রী বিতরণ করা হয়। উল্লেখ্য, তরুণদের উদ্যোগে আলোর দিশারী পরিবারের মাধ্যমে দীর্ঘ সময় ধরে সমাজের সুবিধাবঞ্চিত শিশুদের স্বেচ্ছাশ্রমের মাধ্যমে শিক্ষা প্রদান কার্যক্রম পরিচালিত হচ্ছে যা ইতিমধ্যেই বগুড়ার আরও ২ টি স্থানে চালু হয়েছে।