ব্যতিক্রমী উদ্যোগ

নওগাঁয় ৪ হাজার ৭০০টি প্রদীপ জ্বালিয়ে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ 

নওগাঁ জেলা প্রতিনিধি
প্রকাশ: ১৫ ডিসেম্বর ২০১৮ ১০:১১ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ২৩১ বার।

নওগাঁয় ৪ হাজার ৭০০ প্রদীপ জ্বালিয়ে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ করা হলো। শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে শুক্রবার সন্ধ্যায় শহরের মুক্তির মোড় কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে স্থানীয় সামাজিক সংগঠন নওগাঁ একুশে পরিষদ এই কর্মসূচির আয়োজন করেন।

সংগঠনের সাধারণ সম্পাদক এম এম রাসেল জানান, ৪৭ বছর আগের ইতিহাসকে নতুন প্রজস্মের হৃদয়ের গহিনে আকড়ে ধরার লক্ষেই ব্যাতিক্রমী এই উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া আলোর মিছিল এবং আলোচনা সভারও আয়োজন করে সংগঠনটি। শহীদ মিনার প্রাঙ্গনে প্রদীপ প্রজ্জ্বলনের পর আলোর মিছিল বের করা হয়। শেষে সংগঠনের সভাপতি অ্যাড. ডি. এম. আব্দুল বারীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন নওগাঁ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মোস্তাফিজার রহমান।

একুশে পরিষদের সহ-সাধারণ সম্পাদক নাইস পারভীনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সরকারি কলেজেরে অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক এস এম মোজাফ্ফর হোসেন,সাবেক সাংসদ ও সংগঠনের উপদেষ্টা ওহিদুর রহমান, কবি আতাউল হক সিদ্দিকী, ডা. ময়নুল হক দুলদুল, মোঃ মুর্তজা রেজা, প্রকৌশলী গুরুদাস দত্ত, বিন আলী পিন্টু, শিক্ষার্থী রায়হান কবীর।