বেতন-বোনাসের টাকায় বগুড়ায় বাস শ্রমিকদের খাদ্য সহায়তা দিলেন বিআরটিএ কর্মকর্তা

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২০ মে ২০২০ ১০:৫০ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৫২ বার।

এক মাসের বেতন এবং ঈদের উৎসব ভাতার টাকায় বাস শ্রমিকদের খাদ্য সহায়তা দিয়েছেন বগুড়া বিআরটিএ’র মোটরযান পরিদর্শক এসএম সবুজ। বেতন-বোনাসের পুরো টাকা ব্যয় করে তিনি করোনার কারণে কর্মহীন হয়ে পড়া প্রায় দেড়শ বাস শ্রমিকের পাশে দাঁড়িয়েছেন।
বিআরটিএ বগুড়া সার্কেলের এই কর্মকর্তা জানান, পণ্যবাহী ট্রাক চলাচল স্বাভাবিক থাকলেও করোনা সংকট শুরুর পর থেকেই বেকার হয়ে পড়েছেন এই অঞ্চলের বাস শ্রমিকরা। কর্মহীন এসব শ্রমিকরা অর্থ সংকটে বিপাকে পড়েছেন বেশ ক’মাস ধরেই। সামনে ঈদ, তাই অসহায় হয়ে পড়া এসব শ্রমিকের সঙ্গে ঈদের আনন্দ ভাগভাগি করে নিতেই এমন উদ্যোগ তার। 
এসএম সবুজের উদ্যোগে বুধবার বিকেলে বগুড়া জিলা স্কুল মাঠে চালক-সহকারী-সুপারভাইজারসহ দেড় শতাধিক বাস শ্রমিকের হাতে চাল-ডাল-সেমাইসহ তুলে দেয়া হয় খাদ্য সহায়তা। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এটিএম কামরুল ইসলামসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।