বগুড়ায় এখন হোম কোয়ারেন্টাইনে ৬৮১

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২০ মে ২০২০ ১২:৫৪ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১১৯ বার।

বগুড়ায় গত ২৪ঘন্টায় বগুড়ায় নতুন করে আরও ৬৮জনকে হোম কোয়ারেন্টাইনে নেয়া হয়েছে। বুধবার বিকাল ৬টায়  বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা: মোস্তাফিজুর রহমান। 
তিনি জানান, গত ২৪ ঘন্টায় ৪৭জনের হোম কোয়ারেন্টাইন শেষ হয়েছে। এদের সবাই সুস্থ রয়েছেন। 
তিনি আরও জানান,  বগুড়ায় মোট হোম কোয়ারেন্টাইন হয়েছে ৪৩৭৭জন। এদের মধ্যে ৩৬৯৬জন ছাড়পত্র পাওয়ায় বর্তমানে ৬৮১জন হোম কোয়ারেন্টাইনে রয়েছে। 
সেই সাথে মোট এর মধ্যে সবচেয়ে বেশি শিবগঞ্জে ১৩২ এবং  শেরপুর ও ধুনট হোম কোয়ারেন্টাইন শুণ্য হয়েছে।  এছাড়াও শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে ৬ ও মোহাম্মদ আলী হাসপাতালে ৫৫জন হোম কোয়ারেন্টাইনে রয়েছে।