বগুড়ায় ১৪শ' কেজি চোরাই তারসহ গ্রেফতার ২

পুণ্ড্রকথা রিপোর্ট
প্রকাশ: ২১ মে ২০২০ ০৯:২২ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ২৮৩ বার।

বগুড়ায় ১৪শ' কেজি হাই ভোল্টেজ বিদ্যুৎ এর তারসহ দুই চোরকে গ্রেফতার করেছে কাহালু থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলো কাহালু উপজেলার যথাক্রমে বীরকেদার খা পাড়ার কোরবান আলীর ছেলে আমজাদ হোসেন(৫৩) এবং সাকোহালী এলাকার কাশেম আলীর ছেলে তসলিম(৪২) ওরফে টুটুল। বুধবার রাত ৩টার দিকে কাহালুর ইন্দুখুর বাজার থেকে তাদের গ্রেফতার করা হয়। এসময় আসামীদের চোরাই তার বহন করা একটি মিনি ট্রাক জব্দ করা হয়েছে।


কাহালু থানার ওসি জিয়া লতিফুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিকে বুধবার রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এসময় পল্লী বিদ্যুৎ এর চুরি যাওয়া ১৪শ' কেজি তার উদ্ধার করা হয়। 


তিনি আরও জানান, গ্রেফতারকৃতরা দেশের বিভিন্ন এলাকা থেকে তার চুরি করে বিক্রি করে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। এ ব্যাপারে কাহালু থানায় মামলা রুজু করা হয়েছে এবং আটক ব্যক্তিদের কর্মকাণ্ড সম্পর্কে বিস্তারিত জানার জন্য আদালতে রিমান্ডের আবেদন জানানো হয়েছে।