বগুড়ার শেরপুরে শুরু হলো বোরো ধান-চাল সংগ্রহ অভিযান

শেরপুর(বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ২১ মে ২০২০ ১১:১১ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৮০ বার।

বগুড়ার শেরপুরে শুরু হলো চলতি মৌসুমের অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহ অভিযান। বৃহস্পতিবার (২১মে) বেলা ১২টার দিকে শহরের স্থানীয় ধুনটমোড়স্থ খাদ্য-গুদামে ফিতা কেটে ধান-চাল সংগ্রহ অভিযান কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বগুড়া জেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান  মজিবর রহমান মজনু। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. লিয়াকত আলী সেখ, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সেকেন্দার মো. রবিউল ইসলাম, শেরপুর খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আতিকুল ইসলাম, মির্জাপুর খাদ্য গুদামে ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোহাম্মদ আলী ওরফে গোলাম রব্বানী, উপজেলা সেমি অটোরাইস মিল মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলাম, সহ-সভাপতি মো. এনামুল হক, চালকল মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক আবু হানিফ প্রমূখ উপস্থিত ছিলেন।


উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সেকেন্দার মো. রবিউল ইসলাম জানান, চলতি বোরো মৌসুমে লটারীর মাধ্যমে নির্বাচিত কৃষকদের নিকট থেকে ২৬টাকা কেজি দরে ৩হাজার ৭৯৯ মেট্রিকটন ধান, ৩৬ টাকা দরে সিদ্ধ ও ৩৫ টাকা দরে আতপ চাল মিলে মোট ১৫হাজার ৪৪৯ মেট্রিকটন ও ২৮ টাকা দরে গম সংগ্রহ করা হবে। গম ব্যতিত ধান-চাল সংগ্রহ অভিযান চলবে আগামি ৩১আগস্ট মাস পর্যন্ত।

তিনি আরও বলেন, এ উপজেলায় ধান-চাল সংগ্রহের যে লক্ষ্যমাত্রা রয়েছে তা নির্ধারিত সময়ের মধ্যেই সম্পন্ন করতে পারবো বলে আশা রাখি। লক্ষ্যমাত্রা অনুযায়ী ইতিমধ্যে চাল সংগ্রহের জন্য মিলারদের সঙ্গে চুক্তি হয়েছে। চুক্তি অনুযায়ী আমরা তাদের কাছ থেকে চাল পাবো। পাশাপাশি ধান সংগ্রহের জন্য লটারীর মাধ্যমে কৃষক নির্বাচনও সম্পন্ন করা হয়েছে বলেও দাবি করেন এই খাদ্য কর্মকর্তা।