আনসার সদস্য করোনা পজিটিভঃবগুড়া আদমদীঘিতে উপজেলা চেয়ারম্যান ও ইউএনওসহ ৩৩জন কোয়ারেন্টাইনে

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২১ মে ২০২০ ১১:৪১ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৮০৫ বার।

বগুড়ার আদমদীঘিতে এক আনসার সদস্য করোনায় আক্রান্ত হওয়ায় উপজেলা চেয়ারম্যান ও নির্বাহী কর্মকর্তাসহ ৩৩জনকে বৃহস্পতিবার হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। একই সঙ্গে তাদের নমুনাও সংগ্রহ করা হয়েছে। আদমদীঘি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শহীদুল্লাহ্ দেওয়ান জানিয়েছেন, ওই আনসার সদস্য দাপ্তরিক কাজে উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা সহকারি কমিশনারসহ (ভূমি) বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সংস্পর্শে গিয়েছিলেন।
ডা. শহীদুল্লাহ্ দেওয়ান জানান, আদমদীঘি উপজেলা পরিষদে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ওই আনসার সদস্যের নমুনা এক সপ্তাহ আগে সংগ্রহ করা হয়েছিল। তার নমুনাটি ঢাকায় পাঠানো হয়েছিল। বুধবার ঢাকা থেকে আসা রিপোর্টে তাকে করোনা পজিটিভ হিসেবে উল্লেখ করা হয়। তিনি বলেন, ওই আনাসার সদস্যের করোনায় আক্রান্ত হওয়ার খবর জানাজানি হওয়ার পর পরই কে কে তার সংস্পর্শে গিয়েছিলেন তাদের তথ্য সংগ্রহ করা হয়। 
স্থানীয় একাধিক সূত্র জানায়, ক’দিন আগে উপজেলা পরিষদে একটি ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছিল। সেখানে জনপ্রতিনিধি ও শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে ওই আনসার সদস্যও অংশ নিয়েছিলেন। তবে হোম কোয়ারেন্টাইনে থাকা আদমদীঘি উপজেলা চেয়ারম্যান সিরাজুল ইসলাম খান রাজু ইফতার মাহফিল আয়োজনের কথা অস্বীকার করেছেন। তিনি বলেন, ‘কর্মহীন মানুষদের জন্য প্রধানমন্ত্রী প্রতিশ্রæত সহায়তা পাবার যোগ্যদের তালিকা করতে গিয়ে একদিন ইফতারের সময় হয়ে গিয়েছিল। তখন আমরা এক সঙ্গে ইফতার করেছি। এটা কোন আয়োজন ছিল না। কে বা কারা এটা উদ্দেশ্যমূলক ছড়াচ্ছেন।’
আদমদীঘি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শহীদুল্লাহ্ দেওয়ান জানান, ‘আপাতত আমরা ৩৩জনকে হোম কোয়ারেন্টাইন করেছি। তবে আরও অনেকে কোয়ারেন্টাইনে পাঠানোর প্রয়োজন হতে পারে।’