‘রোনালদোকে মিস করছে রিয়াল মাদ্রিদ’

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ১৫ ডিসেম্বর ২০১৮ ১২:০৩ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৪৩ বার।

জিনেদিন জিদানের কোচের দায়িত্ব ছেড়ে দেওয়ার একটা ধাক্কা তো ছিলই, তবে প্রভাবটা সবচেয়ে বেশি পড়েছে ক্রিস্তিয়ানো রোনালদোর চলে যাওয়া। পর্তুগিজ তারকার অভাব খুব করে টের পাচ্ছে রিয়াল মাদ্রিদ। দলটির লেফটব্যাক মার্সেলো স্পষ্টভাবেই স্বীকার করলেন, তারা মিস করছেন রোনালদোকে।

গত গ্রীষ্মের দলবদলে ১০০ মিলিয়ন ইউরোতে জুভেন্টাসে যোগ দিয়েছেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী। তার ছেড়ে যাওয়ার প্রভাব দ্রুতই পড়ে রিয়ালে। মৌসুমের শুরুতে এলোমেলো ‘লস ব্লাঙ্কোস’ নতুন কোচ সান্তিয়াগো সোলারির অধীনে ঘুরে দাঁড়ালেও রোনালদোর অভাব কিছুতেই মিটছে না তাদের। দলটির ব্রাজিলিয়ান তারকা মার্সেলো ‘বিশ্বসেরা’ রোনালদোকে মিস করছেন, যদিও একই সঙ্গে এটাও জানিয়েছেন, রিয়াল সবসময়ই প্রভাব বিস্তার করা দল।

ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে সান্তিয়াগো বার্নাব্যুতে পর্তুগিজ অধিনায়ক কাটিয়ে গেছেন ৯ বছর। গোলের পর গোল করে রেকর্ডের ডালি সাজানো একজন খেলোয়াড়কে মিস করাটাই স্বাভাবিক। এক সংবাদমাধ্যমের কাছে দেওয়া সাক্ষাৎকারে সেটাই বলেছেন মার্সেলো, ‘সে এমন একজন খেলোয়াড়, যে আমার সতীর্থ ও ভালো বন্ধু; যেমনটা সের্হিয়ো (রামোস) ও লুকা (মদরিচ)। বিশ্বের সেরা খেলোয়াড় যখন আপনার দলে থাকবে না, নিশ্চিতভাবেই আপনি তাকে মিস করবেন। তার মানে আমি এটা বলছি না যে, আমাদের দলের প্রত্যেক পজিশনে বিশ্বসেরা খেলোয়াড় নেই।’

রোনালদোকে ছাড়াও রিয়াল সাফল্যের ধারা সচল রাখবে বলে বিশ্বাস মার্সেলোর, ‘যে কোনও দলই ক্রিস্তিয়ানোকে চাইবে তাদের দলে। তবে খেলোয়াড়ের আসা-যাওয়ার মধ্যেও রিয়াল রিয়ালের মতো করেই (সাফল্যের ধারা) এগিয়ে চলবে।’ গোল ডটকম