বগুড়ায় আইসোলেশনে করোনায় নেগেটিভ এক নারীর মৃত্যু

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২২ মে ২০২০ ০৬:১৫ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৩৭১ বার।

বগুড়ায় জ্বর, খিচুনি, শ্বাসকষ্ট নিয়ে মঞ্জুয়ারা নামে এক নারী(৩০) মারা গেছেন। তিনি সিরাজগঞ্জ সদরের রাংগাইলগাতি গ্রামের লাল মিয়ার স্ত্রী।  শুক্রবার সকাল ৯টায় মোহাম্মদ আলী হাসপাতালের আইসোলেশন ইউনিটে তিনি মারা যান। করোনার উপসর্গে মারা গেলেও তার নমুনার ফলাফল নেগেটিভ বলে জানিয়েছেন হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) ডা. শফিক আমিন কাজল।
তিনি বলেন, মারা যাওয়া নারী গত ১৯ মে সকাল আটটায় জ্বর, খিচুনি, শ্বাসকষ্ট এবং  অজ্ঞান অবস্থায় ভর্তি হন। সেইদিনই তার নমুনা সংগ্রহ করা হয় এবং চিকিৎসাধীন অবস্থায় ৩দিন পর মারা গেলেন। তবে ২০ মে তার নমুনার ফলাফল নেগেটিভ এসেছে। তার মানে তিনি করোনায় আক্রান্ত ছিলেন না।