অনুষ্ঠিত হলো ভিন্নদৃষ্টি'র ঈদ আনন্দ

প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশ: ২২ মে ২০২০ ১০:৪২ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৩৪৪ বার।

বগুড়া শহরের অন্যতম সামাজিক সংগঠন "ভিন্ন দৃষ্টি" প্রতিবছরের ন্যায় এবারও পালন করেছে ‘ভিন্নদৃষ্টি'র ঈদ আনন্দ’। শুক্রবার (২২ মে) সকালে চেলোপাড়া চাষীবাজার সংলগ্ন শিশুপার্কে অবস্থিত ভিন্নদৃষ্টি'র পাঠশালার ৫২ জন শিক্ষার্থীর হাতে এই উপহার তুলে দেয় ভিন্ন দৃষ্টি এর স্বেচ্ছাসেবীরা। উপহার হিসেবে রয়েছে ঈদের বাজারসহ ৫ দিনের খাদ্য সামগ্রী।

ভিন্নদৃষ্টি'র পক্ষ থেকে রিংকু রায় অর্ক জানান, বিগত ৩ বছর ধরে ভিন্ন দৃষ্টি কতৃক আয়োজিত হয়ে আসছে "ভিন্নদৃষ্টি'র ঈদ আনন্দ" নামের ইভেন্ট। ২০১৮ ও ২০১৯ সালে আমরা বাছাইকৃত পরিবার গুলোকে সম্পূর্ণভাবে ঈদের আনন্দ দেওয়ার জন্য "ভিন্নদৃষ্টি'র খুশির বক্স" বিতরন করা হয়। সেখানে পরিবারের সবার পোশাক সহ ঈদের খাবার পর্যন্ত ছিল। কিন্তু এবারের পরিস্থিতি ভিন্ন। এবারে পোশাকের চেয়ে খেয়ে বেঁচে থাকাটা জরুরী হয়ে পরেছে। তাই আমরা এবার আমাদের "ভিন্নদৃষ্টি'র পাঠশালা" এর ৫২ জন শিক্ষার্থীর ৫২ টি পরিবারে আমরা ঈদের বাজার সহ ১০ দিনের বাজার ঈদ উপহার হিসেবে দিতে চেয়েছিলাম। কিন্তু আর্থিক অবস্থা খারাপ থাকার কারণে আমরা ১০ দিনের দিতে পারিনি। আমরা ৫ দিনের বাজার দিচ্ছি। প্রতিটি ব্যাগে রয়েছে চাল, ডাল, আলু, পিয়াজ, সেমাই, চিনি, দুধ, বাদাম ও কিসমিস।