বিজয় দিবসে এসপি পত্নীর ব্যতিক্রমী আয়োজন

বগুড়ায় পুলিশ লাইন্সে সুবিধা বঞ্চিত শিশুদের খাওয়ানো হলো উন্নত মানের খাবার

অরূপ রতন শীল
প্রকাশ: ১৬ ডিসেম্বর ২০১৮ ০৯:১০ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৯৫ বার।

এক সঙ্গে ২০০ সুবিধা বঞ্চিত শিশু এক মঞ্চে। যা বিজয় দিবস উদযাপনে এবার নতুন মাত্রা যোগ করেছে বগুড়ার পুলিশ লাইন্সে। ১৬ ডিসেম্বর, মহান বিজয় দিবসে এমন ভিন্ন ধারার আয়োজন করেন পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক)। পুনাকের সভানেত্রী রোমানা আশরাফের উদ্যোগে ওই শিশুদের মাঝে উন্নত মানের খাবার পরিবেশন করা হয়। এছাড়াও শিশুদের বিজয়ানন্দ আরও বাড়িয়ে দেয়ার জন্য তাদের হাতে তুলে দেয়া হয়  জাতির মর্যাদার প্রতীক  জাতীয় পতাকা। অনুষ্ঠানে সুবিধাবঞ্চিত শিশুরা উন্নত খাবারের পাশাপাশি  পেয়েছে সবার অকৃত্তিম ভালবাসা।যা তাদের যেমন আনন্দ দিয়েছে ঠিক তেমনি উৎসাহিত করেছে ভবিষ্যতে চলার।

ভিন্নধর্মী এই বিজয় দিবস  উদযাপনে উপস্থিত ছিলেন বগুড়া জেলা পুলিশ সুপার আলী আশরাফ ভূঞা সহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।