বগুড়ায় এখন হোম কোয়ারেন্টাইনে ৬৮৯

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২৩ মে ২০২০ ১২:২১ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১০৮ বার।

বগুড়ায় গত ২৪ঘন্টায় বগুড়ায় নতুন করে আরও ৩৫জনকে হোম কোয়ারেন্টাইনে নেয়া হয়েছে।এদের মধ্যে সোনাতলার ৪, শিবগঞ্জের ৯ এবং দুপচাচিয়ার ২২জন। 
শনিবার বিকাল সাড়ে ৫টায়  বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা: মোস্তাফিজুর রহমান। 
তিনি জানান, গত ২৪ ঘন্টায় ৩৪জনের হোম কোয়ারেন্টাইন শেষ হয়েছে। এদের সবাই সুস্থ রয়েছেন। 
তিনি আরও জানান,  বগুড়ায় মোট হোম কোয়ারেন্টাইন হয়েছে ৪৪৪২জন। এদের মধ্যে ৩৭৫৩জন ছাড়পত্র পাওয়ায় বর্তমানে ৬৮৯জন হোম কোয়ারেন্টাইনে রয়েছে। 
সেই সাথে মোট এর মধ্যে সবচেয়ে বেশি শিবগঞ্জে ১৩৪ এবং  শেরপুর ও ধুনট হোম কোয়ারেন্টাইন শুণ্য হয়েছে।  এছাড়াও শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে ১৬ ও মোহাম্মদ আলী হাসপাতালে ৫৫জন হোম কোয়ারেন্টাইনে রয়েছে।