প্রথম টি-২০ ম্যাচের সময় পরিবর্তন

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ১৬ ডিসেম্বর ২০১৮ ০৯:২৭ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৭২ বার।

সিলেটে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-২০ ম্যাচে আগামী সোমবার মুখোমুখি হবে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ। এরপর বাকি দুই ম্যাচ হবে ঢাকায়। সূচি অনুযায়ী, সিলেটের ম্যাচটি হওয়ার কথা ছিল বিকেল ৪টায়। আর ঢাকার ম্যাচ দুটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল বিকেল ৫টায়। কিন্তু ফ্লাডলাইট জনিত সমস্যার কারণে এগিয়ে আনা হয়েছে সিলেটে প্রথম টি-২০ ম্যাচের সময়।

প্রথমে শিশির এবং কুয়াশার কারণে ম্যাচ এগিয়ে দুপুর ২টায় করার কথা জানায় বিসিবি। কিন্তু পরে সেটা এগিয়ে বেলা সাড়ে ১২ টায় (১২.৩০ মিনিট) হবে বলে নিশ্চিত করেছে বিসিবি। ক্রিকবাজের দেওয়া তথ্য অনুযায়ী, ফ্লাডলাইট নিয়ে কোন ঝুঁকি নিতে চাই না বিসিবি। তাই এগিয়ে দেওয়া হয়েছে ম্যাচের সময়।

বিসিবি'র সিলেট বিভাগীয় 'স্পোর্টস অ্যাসোসিয়েশনের' পরিচালক সাইফুল আলম জানান, সময়ের কারণে আমরা কোন ঝুঁকি নিতে চাই না, 'ফ্লাডলাইটের টাওয়ারে কিছু টেকনিক্যাল সমস্যা আছে। সমস্যার সমাধান করে খেলা চালিয়ে নেওয়া নিয়ে আমাদের মনে কোন সংশয় নেই। তবে আমরা ঝুঁকি এড়াতে চাই।'

তিনি বলেন, 'ন্যাশনাল স্পোর্টস কাউন্সিলের পক্ষ থেকে এটা মেরামতের কাজ এরই মধ্যে শুরু হয়ে গেছে। সোমবার সকালের মধ্যে কাজ শেষ হয়ে যাবে। তাই বলে আমরা ঝুঁকি নিতে পারি না। ফ্লাডলাইটের কারণে বা টেকটিক্যাল সমস্যার কারণে যদি খেলা দু'এক ঘন্টা বন্ধ থাকে সেটা হবে খুব বিব্রতকর।'