নিজের জামা কেনার অর্থ দিয়ে অসহায় শিশুদের পোশাক কিনে দিলেন ছাত্রলীগনেতা জয়

প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশ: ২৩ মে ২০২০ ১৬:৪৭ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৮৬৯ বার।

ঈদে নতুন জামা শিশুদের পছন্দের তালিকায় সবার প্রথমে থাকে। তবে চলমান করোনা পরিস্থিতিতে সেই জামা কেনার সামর্থ্য অনেক মানুষের নেই। তাই নিজের ঈদের কেনাকাটার টাকা দিয়ে  অসহায় শিশুদের মাঝে নতুন কাপড় তুলে দিলেন ছাত্রলীগ নেতা কাওছার আহমেদ জয়।
শনিবার (২৩ মে) বগুড়া শহরের বৃন্দাবন পশ্চিম পাড়া এলাকায় দশ জন ক্ষুদে শিশুদের তিনি এই বস্ত্র উপহার দেন।করোনার প্রাদুর্ভাব এর শুরু থেকে এই নেতা মাঠ পর্যায়ে সাধারণ মানুষের পাশে থেকে কাজ করছে। প্রথম থেকে তিনি করোনা ভাইরাস সচেতনতায় সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ, হ্যান্ড-স্যানিটাইজার, গরীব দুঃখী মানুষের মাঝে চাল-ডাল,কাচাবাজার ফ্রিতে পৌছে দেয়া সহ বিভিন্ন সামাজিক কাজে তিনি সব সময় কাজ করে যাচ্ছে।বর্তমান মহামারী অবস্থায় কামলার অভাবে  কৃষকের পাকা ধান যখন মাঠে নষ্ট হয়ে যাচ্ছিল তখন ছাত্রলীগের নেতা কর্মীদের নিয়ে ধান কেটে মারাই করে কৃষকের বাসায় পৌছে দেন এই ছাত্রলীগ নেতা।